কাজ শেষ হয়ে গেলেও রেলের অনুমতি না মেলায় সেতু উদ্বোধন করা যাচ্ছে না বলে বৃহস্পতিবার রেলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তা মানতে নারাজ রেল। শুক্রবার দিনক্ষণ উল্লেখ করে পূর্ব রেল জানিয়ে দিয়েছে, তাদের তরফে কোনও দেরি হয়নি। সব রকম ছাড়পত্র দেওয়া হয়েছে। রাজ্য জনস্বার্থে যে কোনও সময় সেতু উদ্বোধন করতে পারে। সামনের মাসেই চালু হয়ে যেতে পারে মাঝেরহাট ব্রিজ।
নতুন মাঝেরহাট সেতু তৈরি নিয়ে প্রথম থেকেই রেল এবং রাজ্য সঙ্ঘাতে জড়িয়েছে। চিঠি, পাল্টা-চিঠিতে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে বার বার। এ বার সেতু উদ্বোধন নিয়েও আবারও তরজায় জড়াল রেল এবং রাজ্য। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের দিকে আঙুল তুলতেই দেরি না করেই আসরে নামল পূর্ব রেল।
মাঝেরহাট ব্রিজের একশো মিটার অংশে নীচ দিয়ে রেল লাইন রয়েছে। সে কারণে সেতু চালু করতে হলে ‘রেলওয়ে সেফটি কমিশনার’ (সিআরএস)-এর ছাড়পত্র প্রয়োজন হয়। প্রশাসনের অভিযোগ, রেল সেই অনুমতি দিচ্ছে না। পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসও একই সুরে অভিযোগ করেন।