E-Paper

মেট্রোর সম্প্রসারিত পরিষেবার সঙ্গে সমন্বয় রেখে পরিকাঠামো সাজাচ্ছে রেল

ক্যান্টনমেন্ট স্টেশনের এক থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যাতায়াত ছাড়াও সরাসরি স্টেশনের বাইরের এলাকা থেকে ফুট ওভারব্রিজ ধরে আসা যাবে মেট্রো স্টেশনে।

ফিরোজ ইসলাম 

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২১
পরিকল্পনা নিচ্ছে পূর্ব রেল।

পরিকল্পনা নিচ্ছে পূর্ব রেল। —প্রতীকী চিত্র।

শহরে মেট্রো পরিষেবার সম্প্রসারণের সঙ্গে সাযুজ্য রেখে শহরতলির ট্রেন পরিষেবাকে ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা নিচ্ছে পূর্ব রেল। মেট্রো সম্প্রসারণের আবহের মধ্যেই বাতানুকূল লোকাল ট্রেন নিয়ে যাত্রীদের কাছ থেকে আশাতীত সাড়া পেয়ে রেল বোর্ডের কাছে আরও পাঁচটি বাতানুকূল রেক চেয়ে পাঠিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। এর মধ্যে তিনটি শিয়ালদহ ডিভিশনের জন্য এবং দু’টি হাওড়া ডিভিশনের জন্য চাওয়া হয়েছে। শিয়ালদহ থেকে ব্যারাকপুর, বারাসত এবং হাওড়া থেকে ব্যান্ডেলের মতো রুটে বাতানুকূল লোকাল ট্রেনের পরিষেবা চালু করার ভাবনা আছে রেলের। মূলত শিয়ালদহ ডিভিশনের ক্ষেত্রে মেট্রো স্টেশনের পাশেই রেল স্টেশন আছে, এমন ক্ষেত্রগুলিতে বিশেষ পরিকল্পনা করা হচ্ছে।

এই পরিকল্পনার আওতায় নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোপথের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে মেট্রো এবং রেল স্টেশনের মধ্যে যাতায়াত মসৃণ করতে দু’টি প্রশস্ত ফুট ওভারব্রিজ তৈরি করা হবে। ওই স্টেশনের ফুট ওভারব্রিজটি অপ্রশস্ত। সেটি ভেঙে ছ’মিটার প্রশস্ত ফুট ওভারব্রিজ তৈরির কাজ শুরু হবে পুজোর পরেই।

এর ফলে ক্যান্টনমেন্ট স্টেশনের এক থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যাতায়াত ছাড়াও সরাসরি স্টেশনের বাইরের এলাকা থেকে ফুট ওভারব্রিজ ধরে আসা যাবে মেট্রো স্টেশনে। ওই ফুট ওভারব্রিজে বসানো হবে চলমান সিঁড়ি এবং লিফট। এ ছাড়াও, ওই স্টেশনেরই বারাসত প্রান্তের দিকে তিনটি প্ল্যাটফর্ম ছুঁয়ে তৈরি হবে আরও একটি ফুট ওভারব্রিজ। ক্যান্টনমেন্ট স্টেশনের প্রবেশপথ এবং যাত্রীদের ঢোকা-বেরোনোর পথও উন্নত হবে।

অন্য দিকে, উত্তর-দক্ষিণ মেট্রোর কবি সুভাষ স্টেশনের সমস্যা বছরখানেকের মধ্যে মিটে যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। শিয়ালদহ স্টেশনে যাত্রীদের চাপ কমাতে ভবিষ্যতে কবি সুভাষ সংলগ্ন নিউ গড়িয়া রেল স্টেশন থেকে সোনারপুর, বারুইপুর শাখায় লোকাল ট্রেন চালাতে চায় রেল। এই পরিষেবা মেট্রোর পরিপূরক হিসাবে কাজে লাগতে পারে। এর জন্য নিউ গড়িয়া স্টেশনে দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা প্ল্যাটফর্ম এবং রেললাইন সংস্কার করে পূর্ণাঙ্গ লুপ লাইন তৈরির পরিকল্পনা আছে রেলের। যাতে ওই স্টেশন থেকে ট্রেন ছাড়ার পাশাপাশি ট্রেনের যাত্রা সম্পূর্ণ করাও সম্ভব হয়।

বিধাননগর রোড স্টেশনের ভিড় কমাতে হকার সরানোয় জোর দিচ্ছে রেল। বিধানগর রোড স্টেশন থেকে কল্যাণী, দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ-বারাসত এবং বারাসত থেকে হাসনাবাদ শাখায় ইতিমধ্যেই অতিরিক্ত লোকাল ট্রেন চালু করেছে তারা। ভবিষ্যতে পরিষেবা উন্নত করতে মাঝেরহাট স্টেশনও রেলের বিবেচনায় উঠে আসতে চলেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Railway Train Service Kolkata Metro

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy