টানা বৃষ্টির দাপট কিছুটা কমেছে। মেঘ কেটে গিয়ে উঠেছে রোদ। কলকাতায় রবিবার বৃষ্টির তেমন কোনও সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। রাজ্যে এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয় রয়েছে। সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অঞ্চলটি দুর্বল হয়ে আপাতত ঝাড়খণ্ড-ছত্তীসগঢ়ে সরে গিয়েছে। তবে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আরও কিছু দিন বৃষ্টি চলবে। ভিজতে পারে কলকাতাও।
হাওয়া অফিস জানিয়েছে, বর্ষার বৃষ্টিতে কমবেশি সারা সপ্তাহ ধরেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ। তবে রবিবার কলকাতায় আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। সোমবার এবং মঙ্গলবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানে। এ ছাড়া সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং মঙ্গলবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। রবিবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনায়। মঙ্গলবারের পর থেকে আপাতত আর কোনও সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন:
উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আরও কিছু দিন। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার কোচবিহারে এবং বুধবার উত্তর দিনাজপুরে হতে পারে ভারী বর্ষণ।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। অনেক দিন পরে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠল।