Advertisement
০৪ ডিসেম্বর ২০২৩

শতাধিক রাস্তা সারাই এখনও বাকি

বৈঠকে শহরের রাস্তার প্রসঙ্গ উঠতে কলকাতা পুলিশের ট্র্যাফিক দফতর থেকে একটি তালিকা দেওয়া হয় মেয়রকে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৩
Share: Save:

মহালয়ার বাকি আর মাত্র ১১ দিন। কিন্তু এখনও খানা-খন্দ বোজানো হয়নি শহরের ১২৩টি রাস্তায়। পুজোর আগে শহরের রাস্তা, আলো, জঞ্জাল-সহ বিভিন্ন পরিস্থিতি নিয়ে সোমবার পুর ভবনে এক বৈঠক হয়। হাজির ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, পুর কমিশনার খলিল আহমেদ-সহ কলকাতা পুলিশ, সিইএসসি, পূর্ত, কেএমডিএ, বন্দর ও সেচ দফতরের পদস্থ কর্তারা।

বৈঠকে শহরের রাস্তার প্রসঙ্গ উঠতে কলকাতা পুলিশের ট্র্যাফিক দফতর থেকে একটি তালিকা দেওয়া হয় মেয়রকে। দেখা যায়, সেই তালিকায় কলকাতার উত্তর থেকে দক্ষিণ এবং শহরতলি মিলিয়ে ১২৩টি বড়-ছোট রাস্তার নাম রয়েছে। ওই রাস্তাগুলিতে অল্পবিস্তর গর্ত থাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানান ট্র্যাফিক পুলিশের এক কর্তা। তার পরেই মেয়র আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে ওই রাস্তাগুলি সারানোর নির্দেশ দেন। পরে জানান, তিনি নিজে ২৫ সেপ্টেম্বর রাতে শহরের রাস্তাগুলির কাজের অগ্রগতি দেখতে বেরোবেন। একই সঙ্গে ফিরহাদ জানান, গঙ্গার বিভিন্ন ঘাটও পরিদর্শনে যাবেন তিনি। কোথাও কোনও কাজ বাকি থাকলে মহালয়ার আগেই তা শেষ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE