E-Paper

নিউ টাউনে বাসের চাকায় হাত কাটা গেল বাইক আরোহী তরুণীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকটি মূল রাস্তায় উঠে বাঁ দিকে ঘুরে নিউ টাউনের দিকে এগোচ্ছিল। সেই সময়েই আচমকা বাসটি একেবারে সামনে চলে আসে। যার জেরে বাইকচালক নিয়ন্ত্রণ হারান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৮:৫৫

—প্রতীকী চিত্র।

বাসের চাকা চলে গিয়েছে হাতের উপর দিয়ে! যার জেরে কনুই থেকে আঙুল পর্যন্ত হাতের অংশ কেটে পড়ে রয়েছে রাস্তার উপরে! মঙ্গলবারসকাল সাড়ে ১০টা নাগাদ এমন ভয়াবহ দৃশ্য দেখে আঁতকে উঠছিলেন পথচলতি মানুষ। এ দিন বিশ্ব বাংলা সরণিতে একটি শপিং মলের কাছে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হন এক তরুণী। তাঁকে উদ্ধার করে প্রথমে ভিআইপি রোডের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে সেখান থেকে বারাসতের অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি এখন চিকিৎসাধীন। বাইকচালকের অবশ্য তেমন চোট লাগেনি।

পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে বছর পঁচিশের ওই তরুণী প্রতিশ্রুতি রায়চৌধুরী তাঁর এক বন্ধুর সঙ্গে মোটরবাইকে হলদিরামের দিক থেকে বিশ্ব বাংলা মোড়ের দিকে যাচ্ছিলেন। তিনি বাইকের পিছনে বসে ছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই তরুণী দমদম ক্যান্টনমেন্টএলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, বাইকটি যাচ্ছিল সার্ভিস রোড ধরে। ওই শপিং মলের কাছে পথ-বিভাজিকার কাটা অংশ দিয়ে চালক মূল রাস্তায় উঠতে যাচ্ছিলেন। সেই সময়ে বিশ্ব বাংলা মোড় অভিমুখে দ্রুত গতিতে যাচ্ছিল একটিসরকারি বাস। বাসটি একেবারে কাছাকাছি চলে এলে কোনও ভাবে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। যার জেরে প্রতিশ্রুতি রাস্তায় ছিটকে পড়েন। তাঁর ডান হাতের উপর দিয়ে বাসের চাকা চলে যায়। কনুই থেকে আঙুল পর্যন্ত অংশ হাত থেকে আলাদা হয়ে গিয়েরাস্তায় পড়ে। সেই কাটা হাত সমেতই ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও হাতটি জোড়া লাগানো যায়নি বলেই হাসপাতাল সূত্রের খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকটি মূল রাস্তায় উঠে বাঁ দিকে ঘুরে নিউ টাউনের দিকে এগোচ্ছিল। সেই সময়েই আচমকা বাসটি একেবারে সামনে চলে আসে। যার জেরে বাইকচালক নিয়ন্ত্রণ হারান। অভিযোগ, সিগন্যাল খোলার সঙ্গে সঙ্গেই বাসটি যাত্রী তোলার জন্য তীব্র বেগে চলছিল।

নিউ টাউনে গত কয়েক মাসে একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে। তাতে প্রাণহানিও হয়েছে।সম্প্রতি ইকো পার্কের ছয় নম্বর গেটের কাছে গাড়ির ধাক্কায় ছ’জন আহত হন। তার আগে কৈখালি মোড়ের কাছে দুর্ঘটনায় প্রাণ হারান এক মোটরবাইক আরোহী। পুলিশের একাংশের বক্তব্য, দুর্ঘটনা কমাতে নজরদারি, মামলা রুজু থেকে শুরু করেসচেতনতার লাগাতার প্রচার এবং নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। তাতেও সব সময়ে কাজ হচ্ছে না। এ ক্ষেত্রে ঠিক কী ভাবে দুর্ঘটনাটিঘটেছে, তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Road Accident Newtown

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy