ব্যস্ত সময়ে দুর্ঘটনা কলকাতায়। সল্টলেকের সেক্টর ফাইভে মৃত্যু হল এক প্রৌঢ়ার। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম আরতি দাস (৬০)। যদিও প্রৌঢ়ার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। আবার কয়েক জন প্রত্যক্ষদর্শীর দাবি, রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ব্যস্ত সময়ে ওই প্রৌঢ়া ও তাঁর স্বামী কলেজ মোড়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। সে সময় একটি বাস হাওড়া থেকে সল্টলেকের মহিষবাথানের দিকে যাচ্ছিল। কলেজ মোড়ের সিগন্যাল সবুজ হতেই বাসটি ঘুরে বাঁ দিকের রাস্তা নেয়। তখনই দুর্ঘটনাটি ঘটে। অনেকের দাবি, বাসের ধাক্কায় ছিটকে পড়েন আরতি। সঙ্গে সঙ্গে ছুটে যান উপস্থিত সকলে। প্রৌঢ়াকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন:
যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কী ভাবে প্রৌঢ়ার মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়। বাসচালক এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে দ্বিতীয় একটি সম্ভাবনাও উঠে এসেছে। অনেকের দাবি, ওই প্রৌঢ়া ফুটপাতের একেবারে ধারে দাঁড়িয়েছিলেন। বাস আসার সময় কোনও ভাবে তিনি রাস্তায় পড়ে যান। তবে আদতে কী হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।