পরীক্ষা যত এগিয়ে আসে, অনেক পড়ুয়ারই অঙ্ক নিয়ে ততই বাড়ে আতঙ্ক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেই গল্পের মতোই মনে হতে থাকে “বুরুন, তুমি অঙ্কে তেরো।” অঙ্কের এই ভয় কাটানোর পরামর্শ ও কৌশল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজ, সোমবার শেখাবেন বলে জানিয়েছেন সায়েন্স সিটি কর্তৃপক্ষ।
সকাল দশটা থেকে অঙ্ক নিয়ে এক ঘণ্টার ওই বিশেষ ক্লাস নেবেন মধ্যশিক্ষা পর্ষদের উপ সচিব পার্থ কর্মকার। পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ এই অঙ্ক ক্লাস হবে একসঙ্গে। এর জন্য কোনও রেজিস্ট্রেশন করতে হবে না। ইউটিউবে সায়েন্স সিটি সার্চ করেই এই ক্লাসে যোগ দেওয়া যাবে। পড়ুয়াদের প্রশ্ন থাকলে তা ওই চ্যানেলের নীচে যে চ্যাটবক্স থাকবে, তাতেই জানানো যাবে।
সায়েন্স সিটির ডিরেক্টর শুভব্রত চৌধুরী বলেন, “অনেক সময়েই কেবল অঙ্কের ভীতির জন্য কোনও পড়ুয়া বিজ্ঞান নিয়ে পড়তে ভয় পায়। আমাদের এই ক্লাসের মূল লক্ষ্য, সেই আতঙ্ক দূর করে ভিত শক্ত করা। ভবিষ্যতে অনলাইনে এ ধরনের কয়েকটি অঙ্ক ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে।”