কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ‘ওয়াচ টাওয়ার’ তৈরির সিদ্ধান্ত বাতিল করে দিল পূর্ত দফতর। কী কারণে এই সিদ্ধান্ত বদল, তা যদিও এখনও স্পষ্ট নয়।
মুখ্যমন্ত্রীর বাড়িতে দু’টি ওয়াচ টাওয়ার তৈরির জন্যে ই-টেন্ডার ডাকা হয়েছিল (মেমো নম্বর:১৯৯৪/৩ই-২০/২০১৮-১৯/১৬) গত ১৩ অক্টোবর। আনুমানিক খরচ ধরা হয়েছিল ৭৪ লক্ষ ২ হাজার ৭৮০ টাকা। ৯০ দিনের মধ্যে সেই ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। এছাড়া ই-টেন্ডারের প্রক্রিয়ায় কী ভাবে অংশ নেওয়া যাবে, সে বিষয়ে ৫৮ পাতা জুড়ে সবিস্তার তথ্য দেওয়া হয়। সবটাই হয়েছিল নিয়মমাফিক।
সোমবার আনন্দবাজার ডিজিটালে ‘রাজি করানো গেল মমতাকে, বাড়ছে নিরাপত্তা, বাড়ির সামনে বসছে জোড়া ওয়াচ টাওয়ার’ শীর্ষক খবরটি প্রকাশিত হয়। এর কয়েক ঘণ্টা পর, ওই দিন রাত সাড়ে আটটা নাগাদ মমতার ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ওয়াচ টাওয়ার নির্মাণ প্রসঙ্গে রাজ্য পুলিশের ফেসবুক পেজে দাবি করা হয়েছে, সংবাদ মাধ্যম এবং কেউ কেউ অসৎ উদ্দেশ্যে ভুল খবর ছড়িয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এটা করা হয়েছে। এ রকম কোনও সিদ্ধান্তই হয়নি। এমন কি খবরের ভিত্তি নেই!