বেপরোয়া লরি আটকাতে গিয়ে ফের নিগ্রহের শিকার হলেন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। সোমবার ঘটনাটি ঘটেছে ওয়াটগঞ্জ থানার সত্য ডাক্তার রোডে। পুলিশ জানায়, বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের সার্জেন্ট রাজু দলুই একটি বেপরোয়া লরি আটকাতে যান। কিন্তু লরিচালক রাজুবাবুকে ধাক্কা মেরে পালিয়ে যায়। হাতে ও পায়ে গুরুতর চোট-সহ রাজুবাবু একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। লরিটিকে আটক করেছে পুলিশ। দিন পাঁচেক আগে রাতে ওই রাস্তায় বেআইনি ভাবে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক সরাতে গিয়ে নিগৃহীত হন বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের আর এক সার্জেন্ট রাজীব ঘোষ। বারবার ট্রাফিক সার্জেন্টদের নিগ্রহের ঘটনায় চিন্তিত লালবাজারের একাংশ।