Advertisement
E-Paper

রাতভর বৃষ্টিতে দুর্ভোগ, জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা! কোথাও গোড়ালি, তো কোথাও প্রায় হাঁটু অবধি জমেছে জল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির স্বাভাবিক জনজীবন। ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, বৌবাজারের একাংশ থেকে শুরু করে বেহালা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ-সহ বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে। জল নামতে আরও অনেকটা সময় লাগতে পারে বলে পুরসভা সূত্রে খবর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ০৯:১২
মঙ্গলবার সকালে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে চাঁদনি চক এলাকা।

মঙ্গলবার সকালে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে চাঁদনি চক এলাকা। — নিজস্ব চিত্র।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির স্বাভাবিক জনজীবন। কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে। কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের সামনে কিছু জায়গায় জল জমতে শুরু করেছে। ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা-সহ বেশ কিছু জায়গা জলমগ্ন। কাঁকুড়গাছি, পাতিপুকুর এবং উল্টোডাঙা আন্ডারপাসেও জল জমেছে। কোথাও কোথাও গোড়ালি অবধি, তো কোথাও হাঁটুর কাছাকাছি পর্যন্ত জল জমতে শুরু করেছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর।

কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই কমবেশি সমস্যার মধ্যে পড়েছেন শহরবাসী। বিভিন্ন গলিপথও জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রবল বৃষ্টির ফলে ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, বৌবাজারের একাংশ থেকে শুরু করে বেহালা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ-সহ বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে। এই সব এলাকা থেকে জল বার করার চেষ্টাও শুরু হয়েছে। তবে যেহেতু অনেক ক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তাই জল নামতে দেরি হচ্ছে।

পাশাপাশি সকাল সাড়ে ১০টা নাগাদ গঙ্গায় জোয়ার আসার কথা রয়েছে। ওই সময় কলকাতার নিকাশি লকগেটগুলি বন্ধ করে দেওয়া হবে। ফলে জল নামতে আরও অনেকটা সময় লাগতে পারে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর।

সোমবারও কলকাতা এবং শহরতলিতে প্রায় সারা দিন ধরেই বৃষ্টি হয়েছে। তার পরে রাতভর বৃষ্টিতে জলযন্ত্রণা বৃদ্ধি পেয়েছে শহরবাসীর। মঙ্গলবার সকাল হতেই দেখা যায় শহরের বিভিন্ন অঞ্চলে জল জমতে শুরু করে দিয়েছে। মঙ্গলবারও সারা দিন ধরেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেলে জল জমার পরিমাণও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন অনেকে।

রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং দু’টি অক্ষরেখা। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে দক্ষিণের বিস্তীর্ণ অংশে। কলকাতাতে সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি চলছে। এর ফলে শিয়ালদহ মেন শাখাতেও কিছু জায়গায় লাইনে জল জমতে শুরু করেছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে চলাচল করছে বলে খবর। ফলে সকালের বৃষ্টির দুর্ভোগের মধ্যে সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে অফিসযাত্রীদের।

রাস্তাতেও জল জমে থাকার কারণে গাড়ি ধীরে চলাচল করছে। শহরের বেশ কিছু জায়গায় ফুটপাতও জল জমে গিয়েছে। ফলে পথচারীদেরও যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে।

kolkata rain waterlogged kolkata rain in kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy