রাজ্যপালের সঙ্গে বৈঠক নিয়ে কোনও জল্পনার প্রয়োজন নেই। নেহাতই সৌজন্য সাক্ষাৎ ছিল। জগদীপ ধনখড়ের সঙ্গে দু’ঘণ্টার বৈঠক সেরে এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজভবন থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমে সৌরভ বলেন, ‘‘গত জুলাই নাগাদ বাংলায় এলেও, এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্স দেখেননি রাজ্যপাল। আমাকে সে কথা বলেছিলেন। তাই গিয়েছিলাম। এখন তো প্র্যাকটিস চলছে। আগামী সপ্তাহে ওঁকে ইডেন গার্ডেন্স দেখাব। এ নিয়ে কোনও জল্পনা তৈরি করবেন না।’’ আগে নানা অনুষ্ঠানে মুখোমুখি হলেও, সেই অর্থে সাক্ষাৎ হয়ে ওঠেনি। তাই রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করাকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেও উল্লেখ করেন সৌরভ।
সৌরভ বেরিয়ে যাওয়ার পর এ নিয়ে টুইট করেন ধনখড়ও। তিনি লেখেন, ‘আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ রাজভবনে দাদার সঙ্গে নানা বিষয়ে কথা হল। ১৮৬৪ সালে তৈরি দেশের প্রাচীনতম ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন্সে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন উনি। আমি তা গ্রহণ করেছি’।
অন্য দিকে, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা সৌরভের। lতবে রবিবার সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে সে নিয়ে কিছু জানানো হয়নি।