কলকাতা বইমেলায় যাতায়াতের সুবিধার জন্য আজ, মঙ্গলবার থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বাস ও ইস্ট-ওয়েস্ট মেট্রোর বিশেষ পরিষেবা চালু থাকবে। মেলা চলাকালীন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিত ব্যবধানে রাজ্য পরিবহণ নিগমের অধীনে শহরের ২০টি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড থেকে করুণাময়ীগামী বাস চলবে। ‘বইমেলা স্পেশ্যাল’ বোর্ড লাগানো ওই সব বাস চলবে শিয়ালদহ, মন্দিরতলা, রাজাবাজার, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, জোকা, গড়িয়াহাট, ঠাকুরপুকুর, টালিগঞ্জ মেট্রো, গড়িয়া, কামালগাজি, বারুইপুর, যাদবপুর, উল্টোডাঙা, বিমানবন্দর ১ নম্বর গেট, ব্যারাকপুর, বারাসত, সাঁতরাগাছি এবং বালি হল্ট থেকে। এ ছাড়াও শিয়ালদহ থেকে বেলেঘাটা মেন রোড, বিল্ডিং মোড় এবং উল্টোডাঙা থেকে ব্রডওয়ে, কাদাপাড়া হয়ে নিয়মিত ব্যবধানে সরকারি বাসের শাটল পরিষেবা মিলবে।
পাশাপাশি, ইএম বাইপাস এবং সল্টলেক ছুঁয়ে চলে, এমন সরকারি বাসের ট্রিপ বাড়ানোর কথাও বলা হয়েছে। এসি-১২ (হাওড়া স্টেশন থেকে সাপুরজি), এসি-৯বি (যাদবপুর থেকে ইকো স্পেস), এসি-৩৭ (গড়িয়া-বারাসত), এস-২১ (বাগবাজার-গড়িয়া) রুটের বাসের ট্রিপের সংখ্যা বাড়বে বলে খবর। শনি এবং রবিবারগুলিতে ভিড়ের কথা মাথায় রেখে বাসের সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া, বেসরকারি বাস তো চলবেই।
বইমেলার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পথে ট্রেনের সংখ্যা ১০৬ থেকে বাড়িয়ে ১২২ করা হচ্ছে আজ, মঙ্গলবার থেকে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহমুখী রাতের অন্তিম মেট্রো ৯টা ৪০ মিনিটে ছাড়বে। বইমেলার দিনগুলিতে দুপুর ২টো ৫ থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। রবিবার পরিষেবা মিলবে দুপুর ২টো ১৫ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)