দুর্গাপুজোর মতোই কালীপুজোর রাতেও নির্দিষ্ট কিছু রুটে বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। ভিড় সামলাতে ডানকুনি, বারাসত, রানাঘাট এবং বারুইপুর রুটে এক জোড়া করে ট্রেন চলবে বলে রেল সূত্রের খবর। ওই সব ট্রেন সংশ্লিষ্ট রুটের সব স্টেশনে থামবে।
আগামী ৩১ অক্টোবর, কালীপুজোয় একটি বিশেষ ট্রেন রাত সাড়ে ১১টায় শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১২টা ১৫ মিনিটে ডানকুনি পৌঁছবে। ফিরতি পথে রাত ১২টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছেড়ে রাত ১টা ৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে সেটি। শিয়ালদহ থেকে বারাসতগামী লোকাল রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫৫ মিনিটে বারাসত পৌঁছবে। ফেরার সময়ে রাত ১টা ১০ মিনিটে বারাসত থেকে ছেড়ে রাত ১টা ৫৫ মিনিটে সেটি শিয়ালদহে পৌঁছবে। আর একটি ট্রেন রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৪০ মিনিটে। আর রাত ১২টা ৪০ মিনিটে রানাঘাটগামী লোকালটি শিয়ালদহ থেকে ছেড়ে রাত আড়াইটে নাগাদ গন্তব্যে পৌঁছবে। বারুইপুরগামী লোকাল রাত সাড়ে ১২টায় শিয়ালদহ থেকে রওনা দিয়ে রাত ১টা ১৫ মিনিটে বারুইপুর পৌঁছবে। ফিরতি পথে সেটি রাত ১টা ২৫ মিনিটে বারুইপুর থেকে রওনা দিয়ে গন্তব্যে পৌঁছবে রাত ২টো ১০ মিনিটে।
এ ছাড়াও দীপাবলি এবং ছটপুজো উপলক্ষে আগামী ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বরের মধ্যে বিভিন্ন রুটে একাধিক দূরপাল্লার ট্রেন চালাবে রেল। ওই ট্রেনগুলিতে ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ সতর্কতাও নিচ্ছেন রেল কর্তৃপক্ষ। বিভিন্ন স্টেশনে যাত্রীদের বিশৃঙ্খলা এড়াতে বাড়তি রক্ষী মোতায়েন করা ছাড়াও ট্রেনে কোচের সংখ্যা বাড়ানো, সিসি ক্যামেরার নজরদারি বাড়ানো, ‘রেল মদত’ অ্যাপে জানানো অভিযোগের উপরে বিশেষ নজর রাখার মতো একাধিক পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)