শহরে আবার আগ্নেয়াস্ত্র-সহ ধৃত উত্তরপ্রদেশের দুষ্কৃতীরা। ব্যবধান আড়াই সপ্তাহের। শুক্রবার রাতে বড়বাজার থানা এলাকায় এমজি রোড থেকে কলকাতা পুলিশের অভিযানে আটক হয়েছে একটি এসইউভি-ও, যার নম্বর প্লেটটি উত্তরপ্রদেশের।
লালবাজার জানিয়েছে, ধৃত সন্তোষ সাহানি এবং জিতেন্দ্র কুমারের বাড়ি উত্তরপ্রদেশের গাজিপুর জেলায়। তাঁদের সঙ্গী মনোজ কুমার ওই রাজ্যেরই মাউ জেলার বাসিন্দা। আটক এসইউভির গাড়ির বনেটের ভিতরে এয়ার ক্লিনার ফিল্টারের বাক্স থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি সেভেন এমএম পিস্তল এবং মোট ১৭ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন:
গাড়িটির নম্বরপ্লেট এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি উত্তরপ্রদেশের। গাড়িটি কার নামে নথিভুক্ত এবং কোন কোন রাজ্যে যাতায়াত করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। এর আগে জানুয়ারির শেষ সপ্তাহে শিয়ালদহ এলাকার সুরেন্দ্রনাথ উইমেনস’ কলেজের সামনে এমজি রোড থেকেই থেকে সশস্ত্র পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের নাম শিবশঙ্কর যাদব, রাহুল যাদব, আদিত্য মৌর্য, দেবাঙ্ক গুপ্ত এবং রুকেশ সহানি। তাঁদেরও প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। গ্রেফতারির দু’দিন আগেই কলকাতায় এসেছিলেন তাঁরা। শিয়ালদহে বৈঠকখানা এলাকায় একটি লজ ভাড়া নিয়েছিলেন। কোনও অপরাধ ঘটাতেই ওই পাঁচ জন কলকাতায় এসেছিলেন বলে পুলিশ জানতে পেরেছিল। এ ক্ষেত্রেও তেমন সম্ভাবনা থাকতে পারে বলে পুলিশের একটি সূত্র জানাচ্ছে।