সিন্ডিকেটের গোলমাল ঘিরে নিউ টাউনে যাঁর বাড়িতে গুলি চলেছিল গত মাসে, এ বার খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সেই ব্যক্তিকেই গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানায়, মে মাসে থাকদাঁড়িতে সুশান্ত মণ্ডল নামে জনৈক তৃণমূল কর্মীর বাড়িতে রাতে দুষ্কৃতীরা পাইপগান নিয়ে চড়াও হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই সুশান্তকেই মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ। তাঁর সঙ্গে বিশ্বজিৎ পাত্র ও প্রসেনজিৎ মণ্ডল নামে আরও দু’জন গ্রেফতার হন।
স্থানীয় সূত্রে খবর, সিন্ডিকেটের কর্মী সুশান্ত ও বাকি দু’জন থাকদাঁড়ির ‘সিন্ডিকেট চাঁই’ ভজাই সর্দারের বিরোধী শিবির দীপঙ্কর প্রামাণিকের গোষ্ঠীর সদস্য। দীপঙ্কর আবার সাংসদ কাকলি ঘোষদস্তিদারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। আর ভজাইয়ের সঙ্গে স্থানীয় বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের ঘনিষ্ঠতাও কার্যত সর্বজনবিদিত।
বাড়িতে গুলি চলার ঘটনার পরে সুশান্ত অভিযোগ করেছিলেন, ওই ঘটনায় ভজাইয়ের ছেলে বিশ্বজিৎ সর্দারের হাত রয়েছে। সেই বিশ্বজিতের নাগাল এ পর্যন্ত পুলিশ পায়নি। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার নিউ টাউন থানায় ভজাইয়ের লোকজন সুশান্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও শাসানির অভিযোগ দায়ের করে। এর পরে মঙ্গলবার রাতে সুশান্তদের গ্রেফতার করে পুলিশ। তার আগে সোমবার রাতে সুশান্তের বাড়িতে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে ভজাই শিবিরের পাঁচ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
বিধাননগরের এডিসিপি (বিমানবন্দর) জয় টুডু এ দিন বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। সুশান্তের বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত বিশ্বজিৎ কে খোঁজা হচ্ছে। তাকে থানায় আত্মসমর্পণ করতেও বলা হয়েছে।’’