Advertisement
২৩ এপ্রিল ২০২৪

টাকি স্কুলে চালু ইংরেজি মাধ্যম

১৯৬৫ সালে টাকি বয়েজ স্কুলে শিক্ষকতা করেছেন শান্তি রায়। ওই সালেই ছাত্র হিসেবে ছিলেন প্রদীপ শীল। তাঁরা দু’জন এ দিন ইংরেজি মাধ্যমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলশিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদের বেশ কয়েক জন কর্তা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ০১:১৮
Share: Save:

রাজ্য সরকার সম্প্রতি তাদের অধীনস্থ ১০০টি স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা চালু করেছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে সরকার পোষিত টাকি বয়েজ মাল্টিপারপাস স্কুলে বাংলা মাধ্যমের পাশাপাশি ইতিমধ্যেই ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু হয়েছে সূর্য সেন স্ট্রিটে স্কুলের নতুন ক্যাম্পাসে। বুধবার তারই আনুষ্ঠানিক উদ্বোধন হল।

১৯৬৫ সালে টাকি বয়েজ স্কুলে শিক্ষকতা করেছেন শান্তি রায়। ওই সালেই ছাত্র হিসেবে ছিলেন প্রদীপ শীল। তাঁরা দু’জন এ দিন ইংরেজি মাধ্যমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলশিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদের বেশ কয়েক জন কর্তা।

রাজ্য জুড়েই অভিভাবকদের মধ্যে বর্তমানে সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর প্রবণতা বাড়ছে। ফলে বাংলা মাধ্যম স্কুলগুলিতে কমে যাচ্ছে পড়ুয়া। এই সমস্যার সমাধানেই রাজ্য সরকারের ইংরেজি মাধ্যম চালুর পরিকল্পনা। টাকি বয়েজ স্কুলের প্রধান শিক্ষক পরেশকুমার নন্দ জানালেন, চলতি বছরে প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজি মাধ্যমে ২০০ পড়ুয়া ভর্তি হয়েছে। তিনি জানান, এই স্কুলে আগে থেকেই একাদশ-দ্বাদশ শ্রেণিতে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন চালু রয়েছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE