রুবি হাসপাতাল থেকে হাওড়া স্টেশন এক হাজার ১১৪ টাকা। বিমানবন্দর যেতে চাইলে এক হাজার ২৬৯ টাকা। আর রুবি থেকে মধ্য কলকাতার ১০ মিনিটের রাস্তা পার হতে গেলে গুনতে হবে ৮০৩ টাকা। সোমবার সকাল থেকে হওয়া অঝোর বৃষ্টিতে জল-যন্ত্রণা ছিলই। তার সঙ্গে জুড়ল অ্যাপ ক্যাবের ভাড়ার অত্যাচারও। জলমগ্ন শহরে অ্যাপ ক্যাবের ভাড়া দেখে এক রকম ছ্যাঁকা খেয়েই গৃহবন্দি হলেন নিত্যযাত্রীরা।
নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে সকাল থেকেই শহরের রাস্তাঘাটে জল জমতে শুরু করে। কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল জমায় বাসস্টপ কিংবা মেট্রোস্টেশন পর্যন্ত মিনিট খানেকের হাঁটাপথও পেরনো অসম্ভব মনে হচ্ছিল এক সময়। বাধ্য হয়েই ওলা, উবরের মতো অ্যাপ ক্যাবগুলির দ্বারস্থ হয়েছিলেন নিয়মিত অফিসযাত্রীরা। কিন্তু দেখা গেল, বৃষ্টির অজুহাতে তারাও কোপ মারছে যাত্রীদের উপর। কোথাও দ্বিগুণ কোথাও বা তিনগুণ বাড়ানো হয়েছে অ্যাপ ক্যাবের ভাড়া।