দৃশ্যদূষণ ঠেকাতে কলকাতা শহরে নির্দিষ্ট হোর্ডিং-নীতি চালু করতে চায় কলকাতা পুরসভা। সেই নয়া হোর্ডিং-নীতিতে কী কী থাকবে, তা সবিস্তার লিখে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরে অনুমোদনের জন্য পাঠানো হল।
প্রসঙ্গত, এর আগেও পুরসভার তরফে হোর্ডিং-নীতি গ্রহণ করার পরে রাজ্য সরকারের কাছে তা পাঠানো হয়েছিল। সরকার নয়া নীতিতে বেশ কিছু সংশোধন করতে বলেছিল। পুরসভার বিশেষজ্ঞ দল তা সংশোধন করে। বৃহস্পতিবার মেয়র পরিষদের বৈঠকে তা গৃহীত হয়। মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘মেয়র পরিষদের বৈঠকে নয়া হোর্ডিং-নীতি গৃহীত হওয়ার পরে এ বার তা রাজ্যের কাছে পাঠানো হবে।’’ মেয়র পারিষদ (বিজ্ঞাপন) দেবাশিস কুমার বলেন, ‘‘শহরের দৃশ্যদূষণ রুখতে নয়া হোর্ডিং-নীতি কার্যকর করা হবে। বেসরকারি হোর্ডিংয়ের সংখ্যা কমানো হবে। বিপজ্জনক বাড়ি বা এমন কোনও জায়গা, যেখানে হোর্ডিং বসালে বিপদ ঘটতে পারে, সেখানে হোর্ডিং বসানো চলবে না। নির্দিষ্ট দূরত্বে হোর্ডিং থাকবে।’’ এত দিন শহরের বিভিন্ন জায়গায় চারটি স্তম্ভের উপরে হোর্ডিং থাকত। এ বার সেখানে মনোপোল হোর্ডিংয়ের ব্যবস্থা থাকবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)