Advertisement
০৫ মে ২০২৪
Madhyamik 2023

মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রেই অজ্ঞান,পুলিশের সাহায্যে হাসপাতাল থেকে ফিরে পরীক্ষা দিল ছাত্রী

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সংঘমিত্রা বিদ্যালয়ে জীবন বিজ্ঞানের পরীক্ষা দিতে গিয়েছিলেন মিমুনা হক নামে এক পরীক্ষার্থী। সে খিদিরপুর বালিকা বিদ্যামন্দিরের ছাত্রী।

A Photograph representing examination hall

মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা শুরু হতেই পরীক্ষাকেন্দ্রে অজ্ঞান হয়ে পড়ল এক ছাত্রী। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৯
Share: Save:

মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা শুরু হতেই পরীক্ষাকেন্দ্রে অজ্ঞান হয়ে পড়ল এক ছাত্রী। তবে তা সত্ত্বেও নিজের পরীক্ষা শেষ করতে পেরেছে সে। কলকাতা পুলিশের সাহায্যে শহরের একটি সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আবার পরীক্ষাকেন্দ্রে ফিরে এসে জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রের উত্তর দেয়। সাময়িক ভাবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও মাধ্যমিকের পরীক্ষা শেষ করায় কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ছাত্রীটির পরিবার।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সংঘমিত্রা বিদ্যালয়ে জীবন বিজ্ঞানের পরীক্ষা দিতে গিয়েছিলেন মিমুনা হক নামে এক পরীক্ষার্থী। সে খিদিরপুর বালিকা বিদ্যামন্দিরের ছাত্রী। তবে পরীক্ষা শুরু হতেই অচৈতন্য হয়ে পড়ে সে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে বিএনআর সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান পশ্চিম বন্দর থানার পুলিশ আধিকারিকেরা। সেখানে প্রাথমিক চিকিৎসা চলে ছাত্রীটির। কিছু ক্ষণ পর তার জ্ঞান ফিরলে হাসপাতাল থেকে ছাড়া পায় সে। এর পর পুলিশ আধিকারিকদের সাহায্যে আবার পরীক্ষাকেন্দ্রে ফিরে আসে ছাত্রীটি। সেখানে জীবন বিজ্ঞানের পরীক্ষা দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik 2023 faint Police Help
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE