একরাতে একই আবাসনের তিনটি বন্ধ ফ্ল্যাটে চুরি ঘিরে আতঙ্ক ছড়াল কসবায়। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি আবাসনে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, রাতের অন্ধকারে গ্রিল কেটে ভিতরে ঢুকে পর পর তিনটি ফ্ল্যাট থেকে নগদ টাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ওই আবাসনের তিনটি ফ্ল্যাটে চুরি হয়েছে। মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা আবাসনের পিছনের গ্রিল কেটে ফ্ল্যাটের ভিতরে ঢুকে চুরি করে পালায়। শুক্রবার সকালে ঘটনাটি আবাসনের অন্য বাসিন্দাদের নজরে আসে। তাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আতঙ্কিত আবাসনের বাকিরাও। ঘটনাচক্রে, এই আবাসনেই থাকেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। তিনি বলেন, ‘‘বিষয়টা যথেষ্ট উদ্বেগের। কারণ, এই আবাসনে বয়স্কেরাও থাকেন। তাঁদের নিরাপত্তারও বিষয় রয়েছে। আবাসনের সেক্রেটারির সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়টি দেখব।’’
আরও পড়ুন:
তবে ঠিক কী কী চুরি হয়েছে, তা এখনও বিস্তারিত জানা যায়নি। কারণ, ওই তিন ফ্ল্যাটের মালিকেরা বর্তমানে ওই ফ্ল্যাটে থাকেন না। ফ্ল্যাটগুলি যাঁদের, তার মধ্যে একটি পরিবার দুবাইতে থাকে। দ্বিতীয় ও তৃতীয় পরিবার থাকে যথাক্রমে নাগপুর এবং রাজারহাটে। আবাসনের সেক্রেটারি তাপস মুখোপাধ্যায় জানান, তিনটি ফ্ল্যাটে একই কায়দায় চুরি হয়েছে। কে বা কারা এই চুরি করল, সে সব তদন্ত করে দেখছে পুলিশ। আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। তাপসের কথায়, ‘‘এই আবাসন অনেক পুরোনো। এখানে বয়স্কেরাও থাকেন। অনেকেরই সন্তান বাইরে থাকে। তাঁদের নিরাপত্তার কথা ভাবা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।’’