Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শক্তির আরাধনায় জোর টক্কর

দু’লাইনের টিজারে ছেয়ে গিয়েছে এলাকা। থিমের টক্করে সামিল বারাসত, মধ্যমগ্রাম, দমদম।

জোরকদমে মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে বারাসতে। সন্ধানী।

জোরকদমে মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে বারাসতে। সন্ধানী।

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ০০:৪৫
Share: Save:

দু’লাইনের টিজারে ছেয়ে গিয়েছে এলাকা। থিমের টক্করে সামিল বারাসত, মধ্যমগ্রাম, দমদম।

• কেএনসি রেজিমেন্ট: প্লাই-ফাইবারের তৈরি সোনার কেল্লায় উট চড়বে, রাজস্থানী লোকসঙ্গীত ঘুমর বাজবে। আলোর গেট পেরিয়ে প্রতিমাও নজর কাড়বে।

• পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব: বারাসত স্টেশনের পাশের পুকুর এখন কুসুম সরোবর। এরই পাড়ে বৃন্দাবনের কৃষ্ণমন্দির। দু’পাশে চারটি মন্দিরের মাঝে মূল মন্দিরে কৃষ্ণকালী রূপে দেবী। থাকছে মেলাও।

• সন্ধানী: মিশরের আবু সিম্বেল মন্দির। মিশরীর ও ভারতীয় সভ্যতার মিশেলে পিরামিডের বিভিন্ন মডেল, ফ্যারাও-এর আদলে প্রতিমা।

• রেজিমেন্ট: ফোম দিয়ে তৈরি রামেশ্বরম মন্দিরের কারুকাজে কৃষ্ণনগরের অপরূপ দেবী। বিশাল গেট ও আলোর কারসাজি থাকছে।

• নবপল্লি সর্বজনীন: প্লাই-ফাইবারে দিল্লির লোটাস টেম্পল। প্রতিমাও নজর কাড়বে। গোটা এলাকা আলোয় সাজবে।

• নবপল্লি ব্যায়াম সমিতি: চিনের প্যাগোডা। বাইরে ভারতীয় সভ্যতার নির্দশন। প্রতিমায় সোনার অলঙ্কার পরানো হবে।

• বিদ্রোহী: সিকিমের সাইবাবার মন্দির। প্রতিমা সাবেক।

• আগুয়ান সঙ্ঘ: থিম সুন্দরবন। নদীর খাঁড়িতে লঞ্চে ঠাকুর। জীবজন্তুর মডেল থাকছে।

• শতদল সঙ্ঘ: পাটের কাল্পনিক মন্দিরে সাবেক প্রতিমা।

• কালচারাল স্পোর্টিং ক্লাব: থিম মিশরের যাদুঘর।

• শক্তিমন্দির: মণ্ডপ গিরিডির পরেশনাথ মন্দির। পাথরের দেবীর পাশে শিবলিঙ্গ।

• তরুছায়া: রং-বেরঙের খেলা এবং আলোছায়ার কোলাজ মিলবে মণ্ডপে। সাবেক প্রতিমা।

• ভাটরাপল্লি কালচারাল অ্যাসোসিয়েশন: গুজরাটের মহিলা পুরুষ মেতে উঠবে ডান্ডি খেলায়। বাহারি আলোয় মানানসই প্রতিমা।

• সাউথ ভাটরা: মধ্যপ্রদেশের অমরকন্টক। শিব, গণেশ, যমুনার আটটি মন্দির। কুমীরের পিঠে দেবী নর্মদার দু’ধারে নারায়ণ ও ব্রহ্মা।

• সাম্য সঙ্ঘ: বন পথে বিচুলি, বেড়ার মধ্যে ভৈরবি প্রতিমা।

• সংহতি ক্লাব: ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল। ছয় হাতের রক্ষাদেবী।

• ন’পাড়া ওয়েলফেয়ার কমিটি: থিম রামায়ণ। তালপাতা, মাদুর আর তুষের মণ্ডপ। তালগাছের গুড়ি এবং পাতার প্রতিমা। চন্দননগরের আলো।

• ছাত্রদল: শালবাগানের এই পুজোর বিষয় প্রাকৃতিক পরিবেশ, পাখি। আলোর গেট ও অরণ্যদেবও থাকছে। সাবেক প্রতিমা।

• রাইজিং স্টার: বেতের তৈরি ভুটানের মন্দির। টেরাকোটার প্রতিমা।

• ইয়ং স্টার: বামনমুড়োর এই পুজোয় রাজস্থানের বিষ্ণুমন্দির। প্রতিমার দু’ধারে মহাভারতের মডেল।

• কালিকাপুর যুবগোষ্ঠী: কালীঘাটের পটচিত্র দিয়ে হচ্ছে গ্রামের পরিবেশ। শিবের বুকে অস্ত্রহীন ধ্যানরত দেবী।

• মধ্যমগ্রাম ইয়ং অ্যসোসিয়েশন: রেললাইনের পশ্চিমে ধান-তুষের মণ্ডপে থাকছে দৌপদীর বস্ত্রহরণ ও ভীষ্মের শরশয্যা।

• রবীন্দ্রপল্লি অ্যাথলেটিক ক্লাব: প্লাই ফাইবারে মায়াপুরের ইসকন মন্দিরে প্রতিমা।

• চন্দনগড় তরুণ দল: পুরনো বিষ্ণুমন্দিরে গুপ্তধন। ১৫ মাথার প্রতিমা।

• চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব: পাট, চটে দক্ষিণ ভারতের মন্দিরে সাবেক প্রতিমা। থাকছে আলোর গেট।

• সাজিরহাট অগ্রগামী সঙ্ঘ: পুরীর রথে প্রতিমা। ছোট ছোট রথ দিয়ে হচ্ছে মণ্ডপ।

• সুভাষপল্লি সর্বজনীন: নেপালের ভূমিকম্প। বুদ্ধের আদলে দেবী।

• বসুনগর তরুণ সঙ্ঘ: কুরুক্ষেত্র যুদ্ধের বিভিন্ন দৃশ্য দেখা যাবে।

• বসুনগর যুবকবৃন্দ: নতুন পুরনো হরেক রাবার স্ট্যাম্প দিয়ে মণ্ডপ।

• বসুনগর প্রতাপ সঙ্ঘ: রাজস্থানের নবরাত্রি উৎসব। শিল্পনৈপুণ্য ও বিভিন্ন মডেলে রাজস্থানী সংস্কৃতি। সখাসখির মাঝে পদ্মফুলের উপরে প্রতিমা।

• পূর্বাশা যুব পরিষদ: পুরনো কাপড় কুচি, হাতুড়ি, করাত, বাঁশের মন্ডপ। সাউন্ড এফেক্টে শোনা যাবে মণ্ডপ তৈরির খুটখাট শব্দ।

• আমরা মিলেছি, ঘুঘুডাঙা, দমদম: পরিবেশ বান্ধব পুজোর মণ্ডপসজ্জায় ব্যবহার হয়েছে জীবন্ত গাছ, জল দেওয়ার ঝাড়ি, গামছা। ডাকের সাজের প্রতিমা। মণ্ডপের বাইরে দর্শকদের স্বাগত জানাতে ইতু পুজোর ঘট দিয়ে হচ্ছে ১৫ ফুটের মহাদেব।

• মিত্র সঙ্ঘ, শীলবাগান, দক্ষিণ দমদম: ২২ ফুটের শামুকের আদলে মণ্ডপ। বিভিন্ন ধরনের লোহালক্কর ও ক্রেনের ব্যবহার হচ্ছে।

• অ্যাভিনিউ স্পোর্টিং ক্লাব, দক্ষিণ দমদম: রাজবাড়ির ভিতরের কাল্পনিক মন্দির। থার্মোকল, প্লাইয়ের মণ্ডপ।

• যুবক সঙ্ঘ, ১ নম্বর নতুন কলোনি, বাগুইআটি: পাঁচ হাজার প্রদীপ আর ছ’হাজার ঘণ্টা দিয়ে হচ্ছে মণ্ডপ। ২১ ফুট উচ্চতার প্রতিমা।

• কৃষ্ণপুর পঞ্চাননতলা উন্নয়ন সমিতি: রাজবাড়ির আদলে হচ্ছে মণ্ডপ। মানানসই প্রতিমা ও আলোকসজ্জায় সাজছে এলাকা।

ছবি: সুদীপ ঘোষ।
তথ্য: অরুণাক্ষ ভট্টাচার্য ও প্রবাল গঙ্গোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

theme kali puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE