নীল পাহাড়ের রাজ্য মিজ়োরামে এ বার কলকাতা থেকে সরাসরি ট্রেনে পাড়ি দেওয়া যাবে। পুজোর আগেই কলকাতা স্টেশন থেকে প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ এবং শনিবার ওই ট্রেন ছাড়বে। ২২ কোচের ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে মালদহ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, কামাখ্যা, গুয়াহাটি, নিউ হাফলং, বদরপুর হয়ে মিজ়োরামের রাজধানী আইজ়ল সংলগ্ন সাইরাং স্টেশনে পৌঁছবে।নতুন ট্রেনে দু’টি টু-এসি, পাঁচটি থ্রি-এসি, দু’টি থ্রি-এসি (ইকনমি), সাতটি স্লিপার কোচ এবং দু’টি সাধারণ শ্রেণির কামরা থাকবে।
ট্রেনটি কলকাতা স্টেশন থেকে বেলা ১২টা ২৫ মিনিটে ছেড়ে রাত ৯টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি এবং পরদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মিজ়োরামে পৌঁছবে। ফিরতি পথে সাইরাং থেকে সোম, বৃহস্পতি এবং শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে পরের দিন ট্রেনটি দুপুর আড়াইটে নাগাদ কলকাতায় পৌঁছবে। ১৬ সেপ্টেম্বর ওই ট্রেনের বাণিজ্যিক পরিষেবা শুরু হচ্ছে।
একই সঙ্গে সাইরাং থেকে পূর্ব দিল্লির আনন্দবিহার পর্যন্ত প্রথম রাজধানী এক্সপ্রেসও পাচ্ছে মিজ়োরাম। ওই ট্রেনের পরিষেবা শুরু হবে ১৯ সেপ্টেম্বর। গুয়াহাটি থেকে বৈরবী হয়ে সাইরাং পর্যন্ত আরও একটি ট্রেনও পাচ্ছে এই রাজ্য।
প্রায় ৮০৭১ কোটি টাকা ব্যয়ে বৈরবী ও সাইরাং স্টেশনের মধ্যে ৫১.৩৮ কিলোমিটার রেলপথ তৈরির ফলে সারা দেশের সঙ্গে ব্রডগেজ রেলে যুক্ত হয়েছে মিজ়োরাম।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)