Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Howrah

Arrest: ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় ধৃত তিন

২০১৫ সালে বিট্টু নামে এক দুষ্কৃতীকে তাঁর ঠাকুরমা মারা গিয়েছেন বলে ইছাপুরে ডেকে এনে কুপিয়ে খুন করার অভিযোগে নাম জড়িয়েছিল ভিকি-সহ আরও কয়েক জনের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ০৭:৫১
Share: Save:

হাওড়ার ইছাপুরের ব্যবসায়ী দেশচন্দ্র দে ওরফে ভিকিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম স্বর্ণদীপ রায়চৌধুরী ও কমল দে। পুলিশ সূত্রের খবর, তারা জগাছা থানা এলাকার ধাড়সায় লুকিয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ধরে পুলিশ। উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল ও তিনটি ওয়ান শটার। এ ছাড়াও, মোবাইলে দুষ্কৃতীদের খবরাখবর দেওয়ার জন্য ওই ব্যবসায়ীর কারখানার এক নাবালক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। বুধবার রাতে দাশনগর শিয়ালডাঙা এলাকার ব্যবসায়ী ভিকি কাজ সেরে যখন খাবার কিনতে বেরিয়েছিলেন, তখনই দাশনগরের ইছাপুরে চাষের মাঠের কাছে মোটরবাইকে চেপে আসা তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পান তিনি। ঘটনার পরে মোটরবাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

পুলিশ জানিয়েছে, ২০১৫ সালে বিট্টু নামে এক দুষ্কৃতীকে তাঁর ঠাকুরমা মারা গিয়েছেন বলে ইছাপুরে ডেকে এনে কুপিয়ে খুন করার অভিযোগে নাম জড়িয়েছিল ভিকি-সহ আরও কয়েক জনের। পুলিশ জানায়, ওই ঘটনায় ভিকিদের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিট্টুকে খুন করার পরে তাঁর দেহ বস্তায় মুড়ে কামারডাঙার একটি ক্লাবের অ্যাম্বুল্যান্সে করে ফেলে দিয়ে আসা হয়েছিল কোনা এক্সপ্রেসওয়ের গরফা ব্রিজের নীচে।

ওই খুনের মামলায় ধরা পড়ার পরে কয়েক বছর জেলে ছিলেন ভিকি। পরে জেল থেকে বেরিয়ে এসে ব্যবসা করে সমাজের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করছিলেন বলে পুলিশ সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Howrah Businessman Attempt To Murder arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE