Advertisement
E-Paper

বিসর্জন পর্ব একাদশীতেও। ঘনাচ্ছে নিম্নচাপ, রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট। আর কী

একাদশীতেও বিসর্জন পর্ব চলবে রাজ্য জুড়ে। সেই কারণে বিভিন্ন ঘাটের পরিস্থিতির দিকে বাড়তি নজর রাখছে স্থানীয় পুলিশ-প্রশাসন। আজ কোন কোন প্রতিমার বিসর্জন হবে, সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ০৭:৫৩

—ফাইল চিত্র।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ, একাদশীতেও বিসর্জন পর্ব চলবে রাজ্য জুড়ে। সেই কারণে বিভিন্ন ঘাটের পরিস্থিতির দিকে বাড়তি নজর রাখছে স্থানীয় পুলিশ-প্রশাসন। আজ কোন কোন প্রতিমার বিসর্জন হবে, সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনই ম্যাচে জাঁকিয়ে বসেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ কোনও মতে ১৫০ রানের গণ্ডি পেরিয়েছে। প্রথম ইনিংসে ১৬২ রানে শেষ ক্যারিবিয়ানরা। স্পিনারদের ছাপিয়ে গিয়েছেন দুই জোরে বোলার মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। প্রথম দিনের শেষে ভারত ২ উইকেটে ১২১ রান তুলেছে। আজ কি মধ্যাহ্নভোজের আগেই ওয়েস্ট ইন্ডিজ়ের রান টপকে যাবে ভারত? না কি দলকে ম্যাচে ফেরাবেন ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারেরা? দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপটি বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কিছু জায়গায়। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

ইরানি কাপে সমস্যায় অবশিষ্ট ভারত। বাংলার অভিমন্যু ঈশ্বরণ সফল হলেও রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভের বিরুদ্ধে বাকিরা ব্যর্থ। বিদর্ভের ৩৪২ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে অবশিষ্ট ভারত ১৪২ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে। অভিমন্যু ৫২ রান করেন। ৪২ রান করে রজন পাটীদার উইকেটে। রান পাননি রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশন। আজ তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

মহিলাদের বিশ্বকাপে আজ লড়াই ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। চার বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এ বারও অন্যতম ফেবারিট। দক্ষিণ আফ্রিকা কি প্রথম ম্যাচে বেগ দিতে পারবে ইংল্যান্ডকে? খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day India Vs West Indies test cricket Weather Update Irani Cup Women Cricket Durga Puja 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy