Advertisement
E-Paper

কলকাতার জাদুঘরে মোদীর যাত্রাপথ নিয়ে প্রদর্শনী। নামছেন নীরজ। ভারত বনাম অস্ট্রেলিয়া। আর কী কী

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তিনি ৭৫ বছর পূর্ণ করলেন। কলকাতার জাদুঘরে আজ শুরু হচ্ছে তাঁর জীবন ও কাজ সংক্রান্ত প্রদর্শনী। আট বছর বয়সে আরএসএসের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোদী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তিনি ৭৫ বছর পূর্ণ করলেন। কলকাতার জাদুঘরে আজ শুরু হচ্ছে তাঁর জীবন ও কাজ সংক্রান্ত প্রদর্শনী। আট বছর বয়সে আরএসএসের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোদী। তার ২৭ বছর পরে মোদীকে বিজেপিতে পাঠায় আরএসএস। ১৬ বছর বিজেপিতে শুধু সাংগঠনিক কাজ সামলানোর পরে মোদীর প্রশাসনিক যাত্রাপথ শুরু হয়। প্রথমে গুজরাতের মুখ্যমন্ত্রী। তার পরে দেশের প্রধানমন্ত্রী। দুয়ে মিলে প্রশাসনিক যাত্রাপথেও কাটিয়ে ফেললেন ২৪ বছর। তাঁর গোটা যাত্রাপথকে তুলে ধরে এ বছর প্রদর্শনী আয়োজিত হচ্ছে ২৩টি শহরে। কলকাতার প্রদর্শনী শুরু হচ্ছে আজ। চলবে মহালয়া পর্যন্ত। মোদীর জীবন ও কাজ ঘিরে এত বড় আকারের প্রদর্শনীর আয়োজন এই প্রথম। জাদুঘরের দু’টি তল এবং মাঝের চত্বর (কোর্টইয়ার্ড) জুড়ে প্রদর্শনী সাজানো হচ্ছে। উদ্বোধন করবেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য।

এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কের পর আজ প্রথম নামছে পাকিস্তান। তাদের বিপক্ষে সংযুক্ত আরব আমিরশাহি। ভারতের ম্যাচে রেফারির দায়িত্বে থাকা অ্যান্ডি পাইক্রফ্টকে সরিয়ে দেওয়া না হলে এশিয়া কাপ থেকে নাম তুলে নেবে বলে হুমকি দিয়েছিল পাকিস্তান। তাদের দাবি মানেনি আইসিসি। তবু আজ খেলবেন সলমনেরা। এই ম্যাচে হেরে গেলে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে পাকিস্তান। বিতর্কের আবহে মরণ-বাঁচন ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। খেলা রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

বিশ্ব অ্যাথলেটিক্সে আজ নামছেন নীরজ চোপড়া। জ্যাভলিনের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন পর্ব আজ। নীরজ রয়েছেন গ্রুপ এ-তে। এই গ্রুপে রয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজের ইভেন্ট বিকেল ৩:৪০ থেকে। বি গ্রুপে রয়েছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। গত অলিম্পিক্সে সোনাজয়ী নাদিম হারিয়েছিলেন নীরজকেই। অঘটন না ঘটে দু’জনেরই নিজেদের গ্রুপ থেকে ফাইনালে ওঠার কথা। নাদিমের ইভেন্ট বিকেল ৫:১৫ থেকে। এ ছাড়াও ট্রিপল জাম্পের যোগ্যতা অর্জন পর্বে নামছেন ভারতের প্রবীণ চিত্রাভেল। তাঁর ইভেন্ট বিকেল ৩:৩৫-এ। বিকেল ৪:৪৫ থেকে রয়েছে ২০০ মিটার হিটে অনিমেষ কুজুরের ইভেন্ট। সম্প্রচার স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।

মঙ্গলবার নয়াদিল্লিতে বাণিজ্য ভবনে ভারত এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে। এই বৈঠকের জন্য সোমবার রাতেই ভারতে আসেন দক্ষিণ এবং মধ্য এশিয়ায় বাণিজ্য আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদলের প্রধান ব্রেন্ডন লিঞ্চ। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বাণিজ্য প্রতিনিধিদলের প্রধান রাজেশ আগরওয়ালও। শুল্ক নিয়ে দু’দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েন এই বৈঠকের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে। কয়েক দিন আগেই ভারত-প্রসঙ্গে সুর নরম করতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তার পরেই ইতিবাচক বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এ অবস্থায় মঙ্গলবারের বৈঠকের পরে কূটনৈতিক সম্পর্কের জল কোন দিকে গড়ায়, তা নিয়ে কৌতূহল বৃদ্ধি পেয়েছে জনমানসে। এ সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের আগে এক দিনের সিরিজ়ে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় এক দিনের ম্যাচ। প্রথম ম্যাচে হরমনপ্রীত কৌরের ভারত ৮ উইকেটে হেরেছে। ৩৫ বল বাকি থাকতে জিতেছে অস্ট্রেলিয়া। আজ হারলেই তিন ম্যাচের সিরিজ় হারবে ভারত। খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বইতে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। আজ উত্তরের ছয় জেলায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

News of the Day Narendra Modi India-US Relationship Asia Cup 2025 Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy