Advertisement
E-Paper

জলযন্ত্রণা কি কমল শহরবাসীর।পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী কোন কোন মণ্ডপে। এগোচ্ছে ঘূর্ণাবর্ত। আর কী কী নজরে

এখনও জল নামেনি কলকাতার বেশ কিছু অংশে। বুধবারও কলকাতার উত্তর থেকে দক্ষিণ— বিভিন্ন জায়গায় জল জমে ছিল। কোথাও গোড়ালিসমান, কোথাও তার চেয়ে কিছু বেশি। বুধবার পর্যন্ত সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল বালিগঞ্জের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

এখনও জল নামেনি কলকাতার বেশ কিছু অংশে। বুধবারও কলকাতার উত্তর থেকে দক্ষিণ— বিভিন্ন জায়গায় জল জমে ছিল। কোথাও গোড়ালিসমান, কোথাও তার চেয়ে কিছু বেশি। বুধবার পর্যন্ত সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল বালিগঞ্জের। পার্ক সার্কাসের ভিতরে বহু এলাকাও জলমগ্ন থেকেছে। আজ পরিস্থিতির কতটা উন্নতি হয়, সে দিকে নজর থাকবে।

বুধবারের পরে আজও কলকাতার বেশ কিছু দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুরে প্রথমে বাড়ি থেকে জেলার পুজোমণ্ডপগুলির ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। তার পরে বিকেলে তিনি যাবেন মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসাবে পরিচিত নিউ আলিপুরের সুরুচি সংঘের। সেখানে পুজোমণ্ডপের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী যাবেন আলিপুর বডিগার্ড পুলিশ লাইনে। এ বার সেখানে পুজোর মণ্ডপ তৈরি হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে। সেই পুজোমন্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আরও কয়েকটি পুজোমণ্ডপও উদ্বোধন করবেন মমতা। আজ এই খবরে নজর থাকবে।

বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। মায়ানমারের দিক থেকে এগিয়ে আসছে ঘূর্ণাবর্ত। তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে চতুর্থীতেই। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণের বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলবে আগামী পাঁচ থেকে ছ’দিন। ফলে দুর্গাপুজোর দিনগুলিতেই ভিজতে পারে শহর এবং শহরতলি। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছে ভারত। সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচের আর কোনও গুরুত্ব থাকল না। ফাইনালে উঠে কী বলছে সূর্যকুমার যাদবের দল? কী ভাবে প্রস্তুতি সারছে ভারত? শিবিরের সব খবর।

এশিয়া কাপে আজ মারকাটারি ম্যাচ। মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচ কার্যত সেমিফাইনাল। বুধবার ভারতের কাছে বাংলাদেশ হেরে যাওয়ার পর দু’টি দলের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গিয়েছে। ভারত ফাইনালে উঠে গিয়েছে। শ্রীলঙ্কা বিদায় নিয়েছে। এর ফলে আজ যারা জিতবে, ফাইনালে তারাই ভারতের মুখোমুখি হবে। খেলা শুরু রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

কলকাতার সিজিও কমপ্লেক্সে আজ ইডির দফতরে হাজিরা দিতে যাবেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। কিন্তু কেন্দ্রীয় সংস্থার সেই আবেদন খারিজ করে আপাতত চন্দ্রনাথের জামিন বহাল রাখা হয়েছে। আদালত জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার মন্ত্রীকে ইডি দফতরে হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। দু’দিন জিজ্ঞাসাবাদের পর প্রয়োজন পড়লে ইডি তাঁকে আবার ডাকতে পারবে। মন্ত্রী নিজেও জানিয়েছেন, তিনি হাজিরা দেবেন। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

সাই সুদর্শন ছাড়া রান পেলেন না ভারতীয় ব্যাটারেরা। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সমস্যায় ভারত এ দল। কেএল রাহুল, দেবদত্ত পড়ীক্কল, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডিরা কেউ রান পাননি। ফলে প্রথম ইনিংসে ২২৬ রানে পিছিয়ে পড়েছে ভারত এ। অস্ট্রেলিয়া অবশ্য দ্বিতীয় ইনিংসে সমস্যায়। ১৬ রানে ৩ উইকেট পড়ে গিয়েছে তাদের। চার দিনের টেস্টের আজ তৃতীয় দিন। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

মহিলাদের বিশ্বকাপে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে প্রস্তুতি ম্যাচ। প্রথম দিনই নামছে হরমনপ্রীত কৌরের ভারত। বিপক্ষে ইংল্যান্ড। শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতির ভাল সুযোগ পাবেন হরমনপ্রীতেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে হেরেছে ভারত। বিশ্বকাপের আগে ভুল-ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ ভারতের সামনে। খেলা বিকেল ৩টে থেকে।

News of the Day Asia Cup 2025 Chandranath Sinha Enforcement Directorate Sai Sudharsan Shahbaz Sharif Mamata Banerjee Durga Puja 2025 Kolkata Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy