সাতসকালের ঝড়ে গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হল যান চলাচল। অসুবিধায় পড়লেন অফিসযাত্রীরা। বুধবার সকালে ঝড়ে এজেসি বসু রোডে পুলিশ ট্রেনিং স্কুলের কাছে ভেঙে পড়ে একটি বড় গাছ। প্রায় ২ ঘণ্টা রাস্তার একাংশ বন্ধ থাকায় দ্বিতীয় হুগলি সেতুর দিকে কোনও গাড়ি যেতে পারেনি। সেগুলিকে ডি এল খান রোড হয়ে আলিপুর রোড ধরে ঘুরিয়ে দেওয়া হয়। এর জেরে যানজট হয় হসপিটাল রোড, ডি এল খান রোড, এজেসি বসু রোড উড়ালপুলে। পরে পুরকর্মীরা এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করেন। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এ দিনের ঝড়ে শহরের বিভিন্ন এলাকায় মোট ৮টি গাছ ভেঙে পড়ে। উদ্যান দফতরের এক আধিকারিক জানান, বড় গাছ যেগুলি ঝড়ে ভেঙে পড়ে বিপদ হতে পারে, সেগুলি শহরের রাস্তায় লাগানো বারণ। যে গাছগুলি ভেঙে পড়েছে তা বহু দিন আগেই লাগানো হয়েছিল। ছবিটি তুলেছেন দেবস্মিতা ভট্টাচার্য।