Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নির্দেশিকা বোর্ড বসল দুর্ঘটনাস্থলে

পুলিশ সূত্রের খবর, একে ওই জায়গাটি সরু। তার উপরে এমন একটি বাঁক রয়েছে যে, চালকেরা বেশি গতিতে যেতে গিয়ে বাঁ দিক ঘেঁষে বেরোনোর চেষ্টা করেন। বৃহস্পতিবারও সেই ভাবে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসচালক।

দুর্ঘটনার জায়গায় নির্দেশিকা ও ‘রিফ্লেক্টর টেপ’। নিজস্ব চিত্র

দুর্ঘটনার জায়গায় নির্দেশিকা ও ‘রিফ্লেক্টর টেপ’। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ০২:২৪
Share: Save:

হরিদেবপুরের করুণাময়ী মোড়ে যে দোকানের দেওয়ালে বৃহস্পতিবার বাস ধাক্কা মেরেছিল, চালকদের দৃষ্টি আকর্ষণ করতে সেখানে ‘রিফ্লেক্টর টেপ’ লাগাল ঠাকুরপুকুর ট্র্যাফিক গার্ড। একই সঙ্গে ওই মোড় ঘোরার সময়ে যাতে গাড়ির গতি কমানো হয়, সেই সতর্কবার্তা লেখা বোর্ডও ঝোলানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, একে ওই জায়গাটি সরু। তার উপরে এমন একটি বাঁক রয়েছে যে, চালকেরা বেশি গতিতে যেতে গিয়ে বাঁ দিক ঘেঁষে বেরোনোর চেষ্টা করেন। বৃহস্পতিবারও সেই ভাবে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসচালক। তাতেই বাসের পাদানিতে দাঁড়িয়ে থাকা উৎপল কর্মকারের বাঁ হাতের কনুই থেকে উপরের অংশ কেটে যায়।

ওই দুর্ঘটনার পরে শুক্রবার দেখা যায়, করুণাময়ী মোড় হয়ে চলাচলকারী বাসগুলির কোনও যাত্রী হাত বার করে আছেন কি না, তার উপরে নজর রাখছেন কর্তব্যরত সার্জেন্ট এবং কনস্টেবলেরা।

অন্য দিকে এম আর বাঙুর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উৎপলবাবুর অবস্থা এখন স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে। তবে যাতে কাটা হাতে সংক্রমণ না ছড়ায়, সে দিকে লক্ষ রাখছেন ডাক্তারেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Reflector Tape Traffic Guard
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE