২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সে দিকে নজর দিয়ে ট্র্যাফিক নিয়মে কিছু রদবদল আনল কলকাতা পুলিশ। পরীক্ষার দিনগুলিতে নিয়ন্ত্রিত থাকবে ভারী যান। কমিশনার মনোজ বর্মা বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়েছেন।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহরে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত চলতে পারবে না পণ্যবাহী যান। জরুরি পণ্য (যেমন- এলপিজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, সব্জি, ফল, মাছ) বহন করছে এমন ভারী যান সকাল ৮টা পর্যন্ত কলকাতার রাস্তায় চলতে পারবে। যেখানে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র রয়েছে, সেখানে যান নিয়ন্ত্রণ করা হবে, প্রয়োজনে যানবাহনের পথ ঘোরানো হতে পারে। পরীক্ষার জন্য আর যে সব বিধি জারি হয়েছে, সেগুলির সঙ্গে এই নিয়মও প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
ফেব্রুয়ারি মাসের ২, ৩, ৬, ৭, ৯, ১০, ১১, ১২ তারিখ রয়েছে মাধ্যমিক পরীক্ষা। ২০ জানুয়ারিতে ২০২৬-এর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি করা সম্পূর্ণ হয়ে গিয়েছে বলেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।