সূত্র বলতে ছিল নাম আর পোশাকের বিবরণ। আর তাতেই ধরা পড়ে গেল মুর্শিদাবাদের ডোমকলে পুলিশের উপরে হামলার ঘটনার মূল দুই অভিযুক্ত। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ শালিমার স্টেশন থেকে দক্ষিণ ভারতে পালানোর চেষ্টা করছিল তারা। ওই রাতে ১২৬৬০ আপ শালিমার-নাগেরকল গুরুদেব এক্সপ্রেসের অসংরক্ষিত কামরায় ওঠার লাইনে দাঁড়িয়ে থাকাকালীন জিআরপির হাতে ধরা পড়ে দু’জন। ধৃতদের নাম মাসাবুল শেখ ও মলিনা বিবি।
ডোমকল থানার খবর এবং পলাতকদের পোশাকের বিবরণ শুনে রেল পুলিশ তল্লাশি শুরু করলে সাধারণ কামরার সামনে পায় দু’জনকে। রাতেই ডোমকল থানায় এই গ্রেফতারির খবর পৌঁছয়। বৃহস্পতিবার সকালে ধৃতদের নিয়ে মুর্শিদাবাদ রওনা দেয় পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ১৫ জানুয়ারি রাতে ডোমকলের এসআই রানাপ্রতাপ সেনগুপ্ত-সহ ছ’জন পুলিশকর্মী হেফাজতে থাকা অভিযুক্ত সোহেল রানা ওরফে রানা শেখকে নিয়ে তার বাড়িতে যান চুরির জিনিস উদ্ধার করতে। কিন্তু রানার পরিজনেরা হাঁসুয়া, লাঠি নিয়ে পুলিশকে আক্রমণ করে। এসআই-এর হাতে হাঁসুয়ার কোপ মারা হয়। হাঁসুয়া নিয়ে পুলিশের গাড়িচালকের গলায় ধরে অভিযুক্তের মা মলিনা। অন্যদের পাশাপাশি ঘটনায় মূল অভিযুক্ত ছিল রানা শেখের বাবা মাসাবুল ও মা মলিনা। বাকি পাঁচ জনকে ধরা গেলেও পলাতক ছিল তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)