Advertisement
০৫ মে ২০২৪

৩৫ লক্ষ টাকার মাদক-সহ ধৃত দুই

পুলিশ জানায়, ধৃতদের নাম রশিদ লস্কর ওরফে বাচ্চু ও জালালউদ্দিন শেখ। ধৃতদের কাছ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর জেলা পুলিশ সুপার অরিজিৎ সিংহ।

উদ্ধার হওয়া মাদক। নিজস্ব চিত্র

উদ্ধার হওয়া মাদক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ০৩:৪২
Share: Save:

মাদক পাচারের সময় হাতেনাতে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সোনারপুর স্টেশনের অটোস্ট্যান্ড এলাকায়।

পুলিশ জানায়, ধৃতদের নাম রশিদ লস্কর ওরফে বাচ্চু ও জালালউদ্দিন শেখ। ধৃতদের কাছ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর জেলা পুলিশ সুপার অরিজিৎ সিংহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছিল নদিয়ার কালিগঞ্জ থানা এলাকা থেকে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মাকালতলা এলাকায় নিয়মিত মাদক পাচার করা হচ্ছে। তারপরই মাকালতলায় খোঁজ নেওয়া হয়। পাশাপাশি নদিয়ার মাদকপাচারীদের উপর নজরদারি শুরু হয়।

এ দিন দুপুরে সোনারপুর স্টেশন চত্বরে মাদক পাচার করা হবে বলে গোপন সূত্রে পুলিশ খবর পায়। বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসারেরা অটো স্ট্যান্ড ঘিরে ফেলেন। মাকালতলা থেকে মোটর সাইকেল নিয়ে রশিদ স্টেশন এলাকায় এসেছিল। জালালউদ্দিনের হাত থেকে মাদক নেওয়ার সময়ই হাতেনাতে দু’জনেই ধরা পড়ে।

একটি মাদক পাচারের মামলায় রশিদকে সিআইডির গোয়েন্দারাও কয়েক মাস ধরে খোঁজ করছেন বলে দাবি করেছেন স্পেশাল অপারেশন গ্রুপের তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে নগদ সাড়ে ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। রশিদের মোটর সাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Police Drugs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE