Advertisement
০৪ ডিসেম্বর ২০২৩

দলবল নিয়ে ডাকঘরে চড়াও পুরকর্তা

‘আয়ুষ্মান প্রকল্প’-এর চিঠি বিলির ক্ষেত্রে ডাকঘরের কর্মীরা যতটা তৎপর, অন্যান্য গুরুত্বপূর্ণ চিঠি বিলির ক্ষেত্রে সেই তৎপরতা দেখা যায় না— এমনই অভিযোগ তুলে সোমবার দুপুরে বারুইপুর ডাকঘরে চড়াও হলেন বারুইপুর পুরসভার উপ পুরপ্রধান গৌতম দাস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০০:৪২
Share: Save:

‘আয়ুষ্মান প্রকল্প’-এর চিঠি বিলির ক্ষেত্রে ডাকঘরের কর্মীরা যতটা তৎপর, অন্যান্য গুরুত্বপূর্ণ চিঠি বিলির ক্ষেত্রে সেই তৎপরতা দেখা যায় না— এমনই অভিযোগ তুলে সোমবার দুপুরে বারুইপুর ডাকঘরে চড়াও হলেন বারুইপুর পুরসভার উপ পুরপ্রধান গৌতম দাস।

এ দিন দুপুরে শ’দেড়েক তৃণমূল কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে গৌতমবাবু ডাকঘরের সামনে হাজির হন। কর্মীদের অভিযোগ, গৌতমবাবুর সামনেই তাঁর অনুগামীরা ভিতরে ঢুকে রীতিমতো শাসানি দিয়েছেন।
এ দিন গৌতমবাবু বলেন, ‘‘নানা গুরুত্বপূর্ণ চিঠি বিলির ক্ষেত্রে অযথা ঢিলেমি দেখানো হচ্ছে। এমনকি, চাকরির নিয়োগ সংক্রান্ত জরুরি চিঠি বিলির ক্ষেত্রেও কোনও তৎপরতা দেখাচ্ছেন না ডাকঘরের কর্মীরা। পুর এলাকার নানা জায়গা থেকে চিঠি বিলির ক্ষেত্রে ঢিলেমির অভিযোগ আসছে। সেই কারণেই আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম।’’

ডাকঘরের কর্মীদের অভিযোগ, কাজের সময়ে যে ভাবে দলবল নিয়ে ওই উপ পুরপ্রধান চড়াও হয়েছিলেন, তা গুন্ডামিরই নামান্তর। এ দিন কয়েক জন কর্মীকে ধাক্কাও দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তা-ই নয়, ওই ধাক্কাধাক্কির প্রতিবাদ করা হলে তৃণমূল সমর্থকেরা আরও মারমুখী হয়ে ওঠেন বলেও অভিযোগ কর্মীদের। তবে সোমবার রাত পর্যন্ত এই ঘটনায় বারুইপুর থানায় ডাকঘরের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। বারুইপুর ডাকঘরের এক আধিকারিকের কথায়, ‘‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিস্তারিত ভাবে জানানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE