আজ, বৃহস্পতিবার উদ্বোধন হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এই উপলক্ষে কাল, শুক্রবার ২৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বাসের বিশেষ পরিষেবা দেবে রাজ্য পরিবহণ নিগম। ছুটির দিনে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। সে দিকে লক্ষ রেখে পরিবহণ দফতর বইমেলা উপলক্ষে বিশেষ বাসের পরিষেবা রাত ১০টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার বিভিন্ন রুটের বাস বইমেলা প্রাঙ্গণ সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। অন্য বারের মতো করুণাময়ী বাস স্ট্যান্ড ছাড়া ময়ূখ ভবনের সামনে থেকেও বিভিন্ন রুটের বাস ছাড়বে বলে খবর।
ই এম বাইপাস ধরে যে সব রুটের বাস চলে, বইমেলা উপলক্ষে ওই সব রুটে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। ওই সব রুটের মধ্যে এসি ১২, এসি ৯বি, এসি ৩৭, এস ২১, এসটি ৬-এর মতো একাধিক বাস রুট রয়েছে।
ছুটির দিনগুলিতে বইমেলায় ভিড় বেশি হবে, সে কথা অনুমান করে আগামী ২৩, ২৪, ২৫, ২৬, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি বাস পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত কর্মীদের ছুটি নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উল্টোডাঙা সংলগ্ন পিএনবি মোড় থেকে সিএ আইল্যান্ডের মধ্যে সরকারি বাসের শাটল পরিষেবা চালু থাকবে। এ ছাড়াও ডানলপ-শ্যামবাজার, লেক টাউন-উল্টোডাঙা, এয়ারপোর্ট ১ নম্বর গেট থেকে চিনার পার্ক-কলেজ মোড়, ডানলপ-শ্যামবাজার-উল্টোডাঙা স্টেশন-পিএনবি মোড় হয়ে বইমেলার বাস চলবে। দক্ষিণ এবং পশ্চিমে পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, জোকা, গড়িয়াহাট, ঠাকুরপুকুর, টালিগঞ্জ মেট্রো থেকে বইমেলা অভিমুখে সরকারি বাস চলবে। পশ্চিমে মন্দিরতলা, হাওড়া স্টেশন, বালি হল্ট থেকে বইমেলা পর্যন্ত যাবে বাস। এ ছাড়াও গড়িয়া, কামালগাজি, বারুইপুর, যাদবপুর থেকে বইমেলা অভিমুখে বাস চলবে। দক্ষিণে ওই সব বাস স্ট্যান্ড বইমেলামুখী বাস পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)