লকডাউনের মেয়াদ আগেই বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই মেয়াদ ৩ মে পর্যন্ত বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই শহরে লকডাউন সফল করতে রাস্তায় নামলেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। বড় রাস্তাই শুধু নয়, অলিগলিতে বিরাট বাহিনী নিয়ে জনসাধারণকে সচেতন করার চেষ্টা শুরু করেছে লালবাজার। শীর্ষ কর্তাদের সঙ্গে পুলিশ মঙ্গলবার মাঠে নামিয়েছিল মুম্বইবাসী সঞ্চালক শাকিল আনসারিকেও। তিনিও এ দিন গার্ডেনরিচ-মেটিয়াবুরুজ এলাকার বিভিন্ন গলিতে ঘুরে জনসাধারণকে করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কে সচেতন করেন। ওই সঞ্চালক নিজে গার্ডেনরিচের আদি বাসিন্দা।
লালবাজার জানিয়েছে, এ দিন অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) দেবেন্দ্রপ্রকাশ সিংহের নেতৃত্বে একটি বাহিনী স্থানীয় পুলিশকে নিয়ে সকাল থেকে গার্ডেনরিচের বিভিন্ন গলিতে লকডাউন বিধি কার্যকর হচ্ছে কি না, তা দেখে। বাসিন্দাদের সচেতন করা হয় করোনাভাইরাস নিয়ে। পরে বন্দর এলাকার ডিসি সৈয়দ ওয়াকার রেজার নেতৃত্বে একাধিক থানার আধিকারিকেরা বিরাট বাহিনী নিয়ে মেটিয়াবুরুজ-রাজাবাগানের আক্রা রোড, গার্ডেনরিচ রোড, মিঠা তালাও-সহ বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে সচেতন করেন। কোনও কোনও জায়গায় গাড়ির কনভয় নিয়েও প্রচার চালানো হয়েছে বলে সূত্রের খবর। রাস্তায় নজরদারির সঙ্গে আকাশপথে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে ওই এলাকাতেই। পুলিশের একাংশের মতে, বুঝিয়ে-সুঝিয়ে বাসিন্দাদের বাড়িতে রাখাই লক্ষ্য।
আরও পড়ুন: করোনা-সঙ্কটে নজরে থাকুন সমাজে কোণঠাসা গোষ্ঠীর মানুষেরাও