হলুদ ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল সিটু। অগস্টের ৬ এবং ৭, এই দু’দিন ধর্মঘটে অংশ নেবেন কলকাতার প্রায় ২০ হাজার ট্যাক্সিচালক। এমনই দাবি সিটু সমর্থিত ট্যাক্সি সংগঠনগুলির। অ্যাপ-ক্যাব নির্ভর ট্যাক্সি চালকদেরও ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে সিটুর তরফে।
চলতি মাসের শুরুতেই ন্যায্য পাওনা এবং পুলিশি জুলুমের প্রতিবাদে দু’দিন ধর্মঘটে শামিল হয়ে ছিলেন অধিকাংশ চালক। তার জেরে যাত্রীরাও হয়রানির শিকার হন। ফের এক বার ধর্মঘটের কারণে যাত্রীরা ভোগান্তির মুখে পড়তে চলেছেন।
নূন্যতম ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন হলুদ ট্যাক্সির চালকেরা। তাঁদের দাবি, নূন্যতম ভাড়া ৪০ টাকা করতেই হবে। এই দাবি মানা না হলে আগামী দিনে লাগাতার আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। অ্যাপ-ক্যাব চালকেরাও ন্যায্য কমিশন থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি চালকেরা। হলুদ ট্যাক্সির সঙ্গে ক্যাব চালকেরাও ধর্মঘটে শামিল হলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।