Advertisement
০৮ মে ২০২৪

প্রণয়-প্রস্তাব থেকে দুই পাড়ায় কাজিয়া

দুই তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ককে ঘিরে ঝগড়াটা প্রথমে ছিল দু’টি পরিবারের মধ্যে। সেটাই বাড়তে বাড়তে হয়ে দাঁড়াল দু’টি বস্তির গোলমাল। দু’পক্ষই লাঠি ও রড নিয়ে রবিবার রাতে পরস্পরকে আক্রমণ করে। আগুন লাগানো হয় একটি মোটরবাইকে। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০৩:৩৮
Share: Save:

দুই তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ককে ঘিরে ঝগড়াটা প্রথমে ছিল দু’টি পরিবারের মধ্যে। সেটাই বাড়তে বাড়তে হয়ে দাঁড়াল দু’টি বস্তির গোলমাল। দু’পক্ষই লাঠি ও রড নিয়ে রবিবার রাতে পরস্পরকে আক্রমণ করে। আগুন লাগানো হয় একটি মোটরবাইকে। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, দক্ষিণ কলকাতার মতিলাল নেহরু রোডের ওই ঘটনায় আহত হন এক ব্যক্তি। গ্রেফতার হয়েছেন তিন জন। স্থানীয় বাসিন্দারা জানান, একটি বস্তির ছেলে পাশের বস্তির মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তা থেকেই গোলমাল বাধে। মেয়েটির পরিবারের বক্তব্য, তারা ছেলেটিকে ডেকে এনে তাদের আপত্তির কথা জানায়। বচসাও হয়। তাদের অভিযোগ, তার পরেই ছেলেটি নিজের পাড়ার কিছু যুবককে সঙ্গে নিয়ে মেয়েটির পাড়ায় ভাঙচুর চালায়। দু’পাড়ার মধ্যে সংঘর্ষ বেধে যায়। তৃণমূলের স্থানীয় কাউন্সিলর দেবাশিস কুমার বলেন, ‘‘সামান্য একটি ঘটনা নিয়ে দু’টি বস্তির গোলমাল বড় আকার নেয়। এতে কোনও রাজনীতি নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhapa area police group clash Trinamool
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE