করোনা-সংক্রমণের উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিধাননগর পুর এলাকার আরও এক বাসিন্দাকে। তিনি থাকেন ৩৮ নম্বর ওয়ার্ডে। বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দারা নিজেরাই বন্ধ করে দিয়েছেন সমস্ত গলির মুখ। পাশাপাশি, ওই পাড়া জীবাণুমুক্ত করার কাজ চালাচ্ছে পুর প্রশাসন।
শুক্রবার সল্টলেকের বাসিন্দা, ৩৯ বছরের ওই যুবককে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তাঁর এলাকা পরিদর্শনে আসেন বিধাননগরের মহকুমাশাসক সৈকত চক্রবর্তী। এলাকা ঘুরে দেখার পরে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি। স্থানীয় কাউন্সিলর নির্মল দত্ত জানান, এলাকা জীবাণুমুক্ত করার কাজ চলছে। বাসিন্দারা নিজেরাই বিভিন্ন গলিপথ বন্ধ করে দিয়েছেন। তাঁদের খাবার থেকে যে কোনও সমস্যা হলে প্রশাসন সহযোগিতা করবে।
ওই যুবকের পরিবার সূত্রের খবর, তিনি কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কাছে এক চিকিৎসকের কাছেও গিয়েছিলেন। ওই চিকিৎসক ওষুধ দিয়েছিলেন তাঁকে। কিন্তু তিন দিনেও জ্বর কমেনি। তখন চিকিৎসকের পরামর্শ মতো ওই যুবককে প্রথমে ইএসআই, পরে সেখান থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক আত্মীয় জানান, জ্বর ও বুকে ব্যথা ছিল ওই যুবকের। আইডি থেকে তাঁকে এম আর বাঙুরে পাঠানো হয়। সেখানে তাঁকে ভর্তি করা হয়েছে।