বিমানবন্দরে ফের আটক সোনা
নিজস্ব সংবাদদাতা
প্রায় ৫৬ লক্ষ টাকারও বেশি মূল্যের সোনা নিয়ে ধরা পড়লেন এক বিমানযাত্রী। রবিবার রাতে হংকং থেকে কলকাতায় আসেন তিনি। বিমানবন্দরের শুল্ক অফিসারেরা তল্লাশি করে তাঁর সঙ্গে থাকা কম্পিউটর অ্যাডপ্টরের মধ্যে সোনার বার পান। দু’টি অ্যাডপ্টরে ছিল ছ’টি সোনার বার, যার ওজন ২ কিলোগ্রাম। জানা গিয়েছে, ২৫ বছরের ওই যুবক সানি আলি-র বাড়ি খিদিরপুরে। এ ছাড়া, ওই রাতেই ব্যাঙ্কক থেকে তাই সংস্থার বিমান কলকাতায় নামার পরে সমস্ত যাত্রীরা নেমে গেলে বিমানের একটি আসন থেকে একটি মানিব্যাগ পাওয়া যায়। সেখানে কিছু টাকার সঙ্গে ৫১১ গ্রাম ওজনের একটি সোনার বারও ছিল। যার বাজারদর প্রায় ১৪ লক্ষ টাকা। এখনও পর্যন্ত ওই ব্যাগের মালিকের কোনও খোঁজ মেলেনি।
প্রতারক ধৃত
ইন্টারনেটে নকল সংস্থা খুলে প্রায় দেড় লক্ষ টাকা প্রতারণার অভিযোগ বরাহনগরের এক বাসিন্দাকে সম্প্রতি গ্রেফতার করেছেন লালবাজারের সাইবার অপরাধ দমন শাখার গোয়েন্দারা। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ সোমবার জানিয়েছেন, চলতি বছরের মার্চে ধৃত বিকাশ দত্ত শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের এক সংস্থায় ভুয়ো নথিপত্র পাঠিয়ে ওই টাকা হাতান বলে অভিযোগ। সংস্থার মালিক অমিত সেনের অভিযোগের ভিত্তিতে বিকাশকে গত ২৪ মে গ্রেফতার করা হয়।
টালা ট্যাঙ্ক থেকে নিউ টাউন পর্যন্ত জল সরবরাহের পাইপলাইন
বসানোর কাজ চলছে। সল্টলেকে। ছবি: শৌভিক দে