Advertisement
০৬ মে ২০২৪

নিউ টাউনের ঘটনায় গ্রেফতার যুবক

বর্ষবরণের রাতে নিউ টাউনের চণ্ডীবেড়িয়ায় এক ব্যক্তিকে মারধর ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির ঘটনায় সুরজিৎ নস্কর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান কঙ্করপ্রসাদ বারুই বলেন, “বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।” অভিযুক্তকে এ দিন আদালতে তোলা হলে তিনি অবশ্য জামিন পান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৫ ০০:০০
Share: Save:

বর্ষবরণের রাতে নিউ টাউনের চণ্ডীবেড়িয়ায় এক ব্যক্তিকে মারধর ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির ঘটনায় সুরজিৎ নস্কর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান কঙ্করপ্রসাদ বারুই বলেন, “বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।” অভিযুক্তকে এ দিন আদালতে তোলা হলে তিনি অবশ্য জামিন পান।

তবে ওই রাতে হঠাৎ কেন দুষ্কৃতীরা ওই দম্পতির উপরে আক্রমণ চালাল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। প্রশ্ন উঠেছে, কেন ওই মোটরবাইকটিকেই থামাল দুষ্কৃতীরা? ওই যুবক ও তাঁর স্ত্রী কি দুষ্কৃতীদের পরিচিত? পুলিশ জেনেছে, আক্রান্ত যুবক নিউ টাউন এলাকায় ইমারতি দ্রব্য সরবরাহ করেন। সিন্ডিকেট নিয়ে কোনও শক্রতার জেরে এই ঘটনা কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, যেখানে ঘটনাটি ঘটেছে তার খুব কাছেই চণ্ডীবেড়িয়া ক্লাবে সে সময়ে অনুষ্ঠান চলছিল। ফলে জনবহুল ওই জায়গায় মোটরবাইক থামিয়ে ছিনতাইয়ের ঘটনাও পুরোপুরি বিশ্বাসযোগ্য ঠেকছে না পুলিশের কাছে। পুলিশ আক্রান্ত যুবকের বক্তব্যও খতিয়ে দেখছে। ওই তরুণীর বাবা বলেন, “ধৃত সুরজিৎ আমাদের পরিচিত। ঘটনাচক্রে সে ওখানে ছিল। এই ঘটনায় প্রকৃত দোষীদের ধরার দাবি করছি।”

অন্য দিকে, বাঁশদ্রোণীর বিদ্যাসাগর পার্কে এক যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় নায়েক ওরফে ব্রজকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীরা জানান, পেশায় কাঠের মিস্ত্রি ব্রজ বাটালি দিয়ে বন্ধু রাজু মণ্ডলকে খুন করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

new town raju mandal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE