Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ফিরে দেখা

দিন আসে, দিন যায়, তার ফাঁকেই ইতিহাসে ঢুকে পড়ে তার চলাচলের খবর। পুরনো দিনের শহুরে খবর দিয়ে চেনা যায় এখনকার অতি পরিচিত শহরের অতীতটাকে, তার নাগরিক জীবনযাপন থেকে খেলাধুলো, সংস্কৃতি বা কূটকচালি থেকে রাজনীতির হাল। পঞ্চাশ বছর আগের কলকাতা শহরের গতিবিধি চিনতে ২১ অগস্ট ১৯৬৪ থেকে ২০ সেপ্টেম্বর ১৯৬৪ এক মাসের কিছু বিশেষ খবর।দিন আসে, দিন যায়, তার ফাঁকেই ইতিহাসে ঢুকে পড়ে তার চলাচলের খবর। পুরনো দিনের শহুরে খবর দিয়ে চেনা যায় এখনকার অতি পরিচিত শহরের অতীতটাকে, তার নাগরিক জীবনযাপন থেকে খেলাধুলো, সংস্কৃতি বা কূটকচালি থেকে রাজনীতির হাল। পঞ্চাশ বছর আগের কলকাতা শহরের গতিবিধি চিনতে ২১ অগস্ট ১৯৬৪ থেকে ২০ সেপ্টেম্বর ১৯৬৪ এক মাসের কিছু বিশেষ খবর।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৪ ০০:০০
Share: Save:


আপনাদের সুবিধের জন্যই কুমড়োর ফালির
সঙ্গে আলু পটলও ফালি করে কেটে বেচছি।


—সাধু হয়ে গেলাম।
পুলিশ আর ধরবে না।


সরষের তেল নয়, আজ কলকাতার
পানীয় জলও উধাও। তাই মজুদ করে রেখেছি।

শনিবার, ৬ ভাদ্র ১৩৭১ (৩১ শ্রাবণ, ১৮৮৬ শক) SATURDAY, AUGUST 22, 1964

আগরতলায় আনন্দবাজেরের নূতন কার্য্যালয়: আনন্দবাজার পত্রিকার শত শত পৃষ্ঠপোষকের উল্লাসধ্বনির ভিতরে ত্রিপুরার উন্নয়ন ও শিক্ষামন্ত্রী শ্রীসুধময় সেনগুপ্ত আজ আগরতলায় আধাউড়া রোডে আনন্দবাজার পত্রিকার নূতন কার্যালয়ের উদ্বোধন করেন। ত্রিপুরা রাজ্য বিধানসভার স্পীকার শ্রীউপেন্দ্রকুমার রায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রাজ্যের বিভিন্ন অঞ্চল হইতে আগত শত-শত বিশিষ্ট নাগরিক এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আনন্দবাজার পত্রিকার সহযোগী সম্পাদক শ্রীসুবোধ ঘোষ অতিথিবর্গকে স্বাগত সম্ভাষণ জ্ঞাপন করেন। আনন্দবাজার পত্রিকার এই নূতন কার্য্যালয়ের উদ্বোধন করিয়া শ্রীসুখময় সেনগুপ্ত বক্তৃতাপ্রসঙ্গে বলেন: ‘‘আনন্দবাজারের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক নিবিড়। আজ তা নীবিড়তর হল।’’ আজ আগরতলায় আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্থান স্ট্যান্ডার্ড এবং দেশ পত্রিকার এই নূতন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক সুন্দর এবং অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

শনিবার, ৬ ভাদ্র ১৩৭১ (৩১ শ্রাবণ, ১৮৮৬ শক) SATURDAY, AUGUST 22, 1964

ঝাটামার অভিযান: ঝাটামার অভিযান: ঝাঁটা, লাঠি এবং উদ্যত চাবুক সহ একদল মেয়ে ও পুরুষশুক্রবার কলিকাতা কর্পোরেশন অফিসের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন। তাহাদের ধ্বনি ছিল পৌরসভা হইতে দুর্নীতি হঠাও, মাণিকতলা অঞ্চলের বদ্ধ জল মুক্ত কর।


কর্পোরেশনের দূর্নীতি দুর করিবের দাবিতে শুক্রবার অপরাহ্ণে উত্তর-পূর্ব নাগরিক
কমিটির উদ্যোগে মার ঝাঁটা অভিযান পরিচালিত হয়। —আনন্দ চিত্র।

কর্পোরেশনের ক্লেদ দুর করিতে ঝাঁটা মার, দুর্নীতিগ্রস্তদের চাবুক মার ইত্যাদি। পৌরসভা ভবনের সম্মুখে পুলিশ বিক্ষোভকারীদের গতিরোধ করে। কাউন্সিলার শ্রীনরেন সেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল মেয়র শ্রীচিত্তরঞ্জন চ্যাটার্জির সহিত সাক্ষাত্ করিয়া তাঁহাদের অভাব অভিযোগের কথা জানান। প্রকাশ মেয়র এসম্পর্কে তদন্ত ও অবস্থার উন্নতির জন্য ব্যবস্থার আশ্বাস দেন।

শনিবার, ৬ ভাদ্র ১৩৭১ (৩১ শ্রাবণ, ১৮৮৬ শক) SATURDAY, AUGUST 22, 1964

লবণ পরিস্থিতি: নুন পাওয়া যাইবে না এ ধরনের গুজব গত দু’দিন ধরিয়া দানা পাকিয়া উঠিতেছিল। শুক্রবার ইহার ধাক্কা কলিকাতা ও শহরতলী বিভিন্ন স্থানে ছড়াইয়া পড়ে। ফলে কোন কোন অঞ্চলে ভোজবাজীর মত মুদীর দোকান হইতে নুনের বস্তা অদৃশ্য হইয়া যায়। দাম বাড়িতে বাড়িতে কিলো ৪০ হইতে ৫০ পয়সা গিয়া দাঁড়ায়। দমদমের সংবাদদাতা জানান, এইদিন বিকালে দমদমের গোরাবাজারে এক টাকায় দু’ কিলো নুন বিক্রয় হয়। অনেকে নুন সংগ্রহের আশায় বিভিন্ন মুদীর দোকানে ধর্না দেন। যাঁহারা ভাগ্যবান তাঁহারাই কেবল নুন জোগাড় করিতে পারেন। স্থানীয় কিছু আতঙ্কগ্রস্ত গৃহস্থ আগেভাগে ৫ কিলো পর্যন্ত নুন কিনিয়া রাখেন বলিয়া জানা যায়।


—সারা দেশ হাই ব্লাড প্রেসারে ভুগছে, তাই বাজারে নুন কম ছেড়েছি।

শনিবার, ৬ ভাদ্র ১৩৭১ (৩১ শ্রাবণ, ১৮৮৬ শক) SATURDAY, AUGUST 22, 1964

পৌর প্রশাসনের আমূল সংস্কার: বিধানমন্ডলীর যুক্ত কমিটির সুপারিশ সহ দীর্ঘ-প্রতীক্ষিত কলিকাতা পৌরসভা (দ্বিতীয় সংশোধন) বিলটি শুক্রবার রাজ্য বিঘানসভায় উত্থাপিত হয়। বিলটি উত্থাপন করিয়া অর্থমন্ত্রী এবং প্রাক্তন স্বায়ত্তশাসন মন্ত্রী শ্রীশৈলকুমার মুখোপাধ্যায় বলেন, কলিকাতার ত্রিশ লক্ষ নাগরিকের দৈনন্দিন জীবনের সুযোগ-সুবিধা সম্প্রসারণ এই বিলের মুল লক্ষ। টালবাহানা ও ত্রুটি-বিচ্যুতির ফলে পৌরসভার গৃহীত নীতিগুলি বাস্তবে রূপায়ণে যেসব অসুবিধা দেখা দেয়, তাহা দুর করাও এই সংশোধনী বিলের উদ্দেশ্য। তিনি আরও বলেন যে, আগামী বছর হইতে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে যে পৌর-নির্বাচন ব্যবস্থা হইবে এই বিলটি তাহার জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করিবে।

মঙ্গলবার, ৯ ভাদ্র, ১৩৭১ (৩ ভাদ্র, ১৮৮৬ শক) TUESDAY, AUGUST 25, 1964

কলিকাতায় ১৪৯জন গ্রেপ্তার: কম্যুনিস্ট পার্টির ‘দক্ষিণপন্থী’ রাজ্য পরিষদের পরিচালনায় সোমবার পশ্চিমবঙ্গে পাঁচদিনব্যাপী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। এই দিন কল্কাতার এসপ্ল্যানেড ইস্ট এলাকায় ১৪৪ ধারার আদেশ ভঙ্গ করিয়া ১৪৯জন গ্রেপ্তার করণ করেন। বিকালে সুবোধ মল্লিক স্কোয়ারে এক সভার পর মুখ্যমন্ত্রী শ্রীপ্রফুল্লচন্দ্র সেনের বাসভবন (রাজভবনে) অভিমুখে এক মিছিল বাহির হয়।

সর্বশ্রী রেণু চক্রবর্তী এম পি, সোমনাথ লাহিড়ী এম এল এ এবং শ্রামতী গীতা মুখার্জি মিছিল পরিচালনা করেন এবং গ্রেপ্তার হন। দ্রব্যমূল্যবৃদ্ধি প্রতিরোধ, ব্যাঙ্ক জাতীয়করণ, ন্যায্যমূল্যে খাদ্যশস্য সরবরাহ প্রভৃতির দাবিতে এই সত্যাগ্রহ শুরু হয়।


—না, না, সত্যাগ্রহের জন্য
নয়, ডেঙ্গু হয়েছে বলে......

—টাটকা না ঠান্ডাঘরের—
এবার বুঝতে পারছেন?


—বাস থামছে না
বলেই তো এই ব্যবস্থা

মঙ্গলবার, ৯ ভাদ্র, ১৩৭১ (৩ ভাদ্র, ১৮৮৬ শক) TUESDAY, AUGUST 25, 1964

সরকারের ধান-চাল সংগ্রহ: পশ্চিমবঙ্গের ১২টি জেলার মোট ৯ হাজার ৭শত ১৬ কুইন্টাল চাল এবং ১ লক্ষ ৯৯ হাজার ৩৮৩ কুইন্টাল ধান গ্রহণের জন্য সরকারী নির্দেশের আওতায় আনা হয়। উহার মধ্যে ৪ হাজার ৮৬৬ কুইন্টাল চাল ও ৩১ লক্ষ ১৬ হাজার ৫৭৪ কুইন্টাল ধান বিক্রয়ের জনা জন্য গ্রহণ করা হয়। এই ধান ও চাল সরকার নির্দিষ্ট দরে বিক্রয়ের ব্যবস্থা হয়। সরকারীসুত্রে প্রাপ্ত ঐ সংবাদে আরও জানা যায় যে বর্ধমান, ২৪ পরগণা ও মেদিনীপুরে জেলা হইতে মোট ১ হাজার ৪৬১ কুইন্টাল চাল ও ৫০ হাজার ৬২৯ কুইন্টাল ধান আটক করা হয়। উহার মধ্যে ৭৫০ কুইন্টাল ধান সরকার কর্তৃক লওয়া হয়।

বৃহস্পতিবার, ১১ ভাদ্র, ১৩৭১ (৫ ভাদ্র, ১৮৮৬ শক) THURSDAY, AUGUST 27, 1964

কলিকাতা মহানগরীতে সুষ্ঠু প্রাথমিক শিক্ষা ব্যবস্থা: প্রাথমিক মহানগরীতেই প্রায় দেড় লক্ষ বালকবালিকার প্রাথমিক শিক্ষার কোন ব্যবস্থা নাই; এবং সেই ব্যবস্থা পূর্ণ করিতে পৌরসভা তাহার বার্ষিক তেতাল্লিশ লক্ষের সঙ্গে অতিরিক্ত এক কোটি টাকার এক দশ বত্সরের পরিকল্পনা রচনা করিয়েছেন। অবশ্য পৌরসভার এই বিপূল ব্যয়ভার বহনের সামর্থ নাই এবং অবিরাম চেষ্টা সত্ত্বেও রাজ্য সরকারের কাছ হইতে আজ পর্যন্ত এ বাবদে কোন স্পষ্ট প্রতিশ্রুতি পাওয়া যায় নাই। বুধবার সাংবাদিক সম্মেলনে পৌরসভার শিক্ষা কমিটির চেয়ারম্যান শ্রীধীরেন্দ্রনাথ বসুর বিবৃতি হইতে উপরোক্ত তথ্য জানা যায়। শ্রীবসু বলেন যে, এইবার রাজ্যের শিক্ষামন্ত্রী আগ্রহের সঙ্গে পরিকল্পনাটি বিবেচনা করিতেছেন এবং তাঁহারা কেন্দ্রীয় সরকারের নিকটও অর্থের জন্য দাবি জানাইবেন। রাজ্য সরকারের কাছে ইহাদের শেষ কথা—হয় দায় মুক্ত করুন না হয় সাহায্য করুন।

বৃহস্পতিবার, ১১ ভাদ্র, ১৩৭১ (৫ ভাদ্র, ১৮৮৬ শক) THURSDAY, AUGUST 27, 1964

কলিকাতায় তৃতীয় দিনে ৬৮জন গ্রেপ্তার: বূধবার মুল্যবৃদ্ধি ও মজুতদারীর বিরুদ্ধে পাঁচদিনব্যাপী গণ-সত্যাগ্রহের তৃতীয়দিনে কলিকাতায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়। এইদিন মোট ৬৮ জন দক্ষিণপন্থী কম্যুনিস্ট পার্টির সমর্থক আইন অমান্য করিয়া কারাবরণ করেন। কম্যুনিস্ট ছাত্র সংস্থা ছাত্র ফেডারেশনের পরিচালনায় তৃতীয়দিনের আন্দোলনে অংশ গ্রহণকারীদের অধিকাংশই স্কুল-কলেজের ছাত্রছাত্রী। সকালের দিকে শহরের বিভান্ন স্কুল ও কলেজ পরিত্যাগ করিয়া ফেষ্টুন হাতে মিছিল করিয়া তাহারা একের পর এক কলেজ স্কোয়ারে সমবেত হন। দুপুর সাড়ে বারটা নাগাদ কলেজ স্কোয়ারে হইতে কয়েক হাজার ছাত্রছাত্রীর দীর্ঘ শোভাযাত্রা স্টক-একচেঞ্জের সম্মুখে বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যে রওনা হয়। পুলিস বৌবাজারের মোড়ে শোভাযাত্রার গতিরোধ করে। এই সময় পুলিস বেষ্টনী ভেদ করিবার চেষ্টা করিলে পুলিস তাহাদের মধ্যে কিছু ছাত্রকে গ্রেপ্তার করে। বিক্ষোভকারীদের একটি অংশ শোভাযাত্রা করিয়া পুনরায় কলেজ স্কোয়ারে ফিরিয়া যায়।

শুক্রবার, ১২ ভাদ্র, ১৩৭১ (৬ ভাদ্র, ১৮৮৬ শক) FRIDAY, AUGUST 28, 1964

১০০টি ওয়ার্ডের সীমানা: কলিকাতা পৌরসভা সংশোধন বিল অনুযায়ী শহরের প্রস্তাবিত ১০০টি ওয়ার্ডের বা নির্বাচনী কেন্দ্রের সীমানা কিরূপ হইবে তাহা দেখাইবার জন্য পশ্চিমবঙ্গে সরকার এক মানচিত্র মুদ্রণের নির্দেশ দিয়াছেন। বিধানসভার সদস্যরা দাবি করিয়াছিলেন যে, আরূপ মানচিত্র না পাইলে উপরোক্ত বিল তাঁহারা আলোচনা করিবেন না। ইতিমধ্যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানান যে, ঐরূপ কোন মানচিত্র সিকি ইঞ্চিতে এক মাইলের বেশী দেখানো যাইবে না। কারণ, কেন্দ্রীয় সরকারের অনুরূপ নির্দেশ রহিয়াছে। শেষ পর্যন্ত স্বায়ত্তশাসন দপ্তর ঐ মাপের মধ্যেই মানচিত্র মুদ্রণের নির্দেশ দিয়াছেন।

—পড়ে গেছেন স্যার? ম্যানহোলে ঢাকনি
দেওয়ার দরখাস্ত কি এবার আনবো?

শুক্রবার, ১২ ভাদ্র, ১৩৭১ (৬ ভাদ্র, ১৮৮৬ শক) FRIDAY, AUGUST 28, 1964

বিদ্যাসাগর সান্ধ্য ও মহিলা কলেজ চ্যাম্পিয়ন: বৃহস্পতিবার আজাদ হিন্দ বাগে ন্যাশনাল সুইমিং এসোসিয়েশনের সন্্তরণ সীমানায় আন্তঃ কলেজ চ্যাম্পিয়নশিপ লাভ করিয়াছে। ইহা ছাড়া ১০০ মিটার বুক সাঁতারে মিরা কারিয়াপ্পা রেকর্ড করেন। স্কটিশ চার্চ কলেজের মীরা কারিয়াপ্পা ১০০ মিটার বুক সাঁতারে ১ মিনিট ৪৩.৪ সেকেন্ড সময় করিয়া গত বত্সর নিজ প্রিতিষ্ঠিত রেকর্ডের (১ মিঃ ৪৫.১ সেঃ) উন্নতি করেন। ছাত্রদের ফিক্সড বোর্ড ডাইভিং-এ বিদ্যাসাগর সান্ধ্য কলেজের কান্তি দত্ত ৫৪.৮ পয়্ন্টে সংগ্রহ করিয়া প্রথম হন। বিদ্যাসাগর সান্ধ্য কলেজ ৬৬ পয়্ন্টে পাইয়া ছাত্র বিভাগে এবং বিদ্যাসাগর মহিলা কলেজ ১৬ পয়েন্ট পাইয়া ছাত্রী বিভাগে দলগত চ্যাম্পিয়নশীপ লাভ করে।

শুক্রবার, ১২ ভাদ্র, ১৩৭১ (৬ ভাদ্র, ১৮৮৬ শক) FRIDAY, AUGUST 28, 1964

চিত্তরঞ্জন হাসপাতালে বৈকালিক পে-ক্লিনিক: সরকারী হাসপাতালের মত কলিকাতা ন্যাশানাল মেডিকাল ইনস্টিটিউটের বৃহত্ বে-সরকারী সংস্থা— চিত্তরঞ্জন হাসপাতালেও গত ফেব্রুয়ারী মাস হইতে বৈকালিক পে-ক্লিনিক চালু হইয়াছে। চিত্তরঞ্জন হাসপাতালে চিকিত্সার এই নয়া ব্যবস্থা নাগরিক সাধারণ বিশেষ করিয়া দক্ষিণ পূর্ব কলিকাতায় বৃহদ এক অংশের জনসাধারণের দীর্ঘদিনের চাহিদা মিটাইতে যথেষ্ট সাহায্য করিতেছে। এযাবত্ ১,০১৪ জন নুতন রোগী এই পে-ক্লিনিকের সুযোগ গ্রহণ করিয়াছেন। ক্রমশ রোগীর সংখ্যাবৃদ্ধি পাইতেছে। রোগীদের প্রয়োজন মিটাইতে হা,পাতালের ঐ পে-ক্লিনিকের জন্য একটি অতিরিক্ত ইমার্জেন্সী বিভাগও খোলা হইয়াছে।

শুক্রবার, ১২ ভাদ্র, ১৩৭১ (৬ ভাদ্র, ১৮৮৬ শক) FRIDAY, AUGUST 28, 1964

কলিকাতায় অবিরাম বর্ষণ: নিম্নাঞ্চল প্লাবিত: বুধবার শেষ রাত হইতে বৃহস্পতিবার বেলা এগারোটা পর্যন্ত অবিরাম বর্ষণের দরুণ কলিকাতার বিভিন্ন অঞ্চল বিশেষত দক্ষিণ শহরতলী এলাকায় পথঘাট জলে থৈ থৈ করিতে থাকে। আলিপুর আবহাওয়া অফিস জানান, মোট বারিপাতের পরিমাণ ৩.৪৯ ইঞ্চি (৮৮.৬ মিঃ মিঃ)। বৃষ্টির দরুণ এইদিন বিভিন্ন কারখানা এবং সরকারী ও বেসরকারী অফিসগুলিতে উপস্থিতি হ্রাস পায়। উত্তর কলিকাতা এলাকার ট্রাম চলাচল তেমন ব্যাহত না হইলেও দক্ষিণ কলিকাতায় বিভিন্ন রুটে ট্রাম ও বাস চলাচল বিঘ্নিত হয়। শুক্রবার পূর্বাভাসঃ দুই-এক পশলা বৃষ্টি হইতে পারে। এইদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০.৩ সে এবং ২৪.৭ সে ছিল।

—স্যার আসতে পারলেন না,
টেক্সট বুক লিখতে ব্যস্ত

অশ্লীল বই খুজে বের করতে পারলে
দারোগাবাবু খুব খুসি হবে বুঝলি।

শুক্রবার, ১২ ভাদ্র, ১৩৭১ (৬ ভাদ্র, ১৮৮৬ শক) FRIDAY, AUGUST 28, 1964

কলিকাতার জন্য সার্কুলার রেলপথ চাই: কলিকাতায় সার্কুলার রেলের প্রস্তাবটি পূনর্বিবেচনার জন্য রাজ্য সরকার কেন্দ্রের নিকট আবার অনুরোধ জানাইয়াছেন। দির্ঘকাল ধরিয়া বহু সমীক্ষায় রিপোর্ট, দেশী বিদেশী বিশেষজ্ঞের মতামতে সুস্পষ্টভাবে বলা হইয়াছে যে, ঐ রেল ছাড়া জনাকীর্ণ কলিকাতার গণপরিবহণ সমস্যার সমাধান নাই। কিন্তু এতদিন পর্যন্ত রেল-কর্তৃপক্ষ প্রস্তাবটি তেমন আমলই দিতে চাহেন নাই। দীর্ঘদিন ধরিয়া এই ব্যাপারে টালবাহানাই চলিতেছিল। শ্রীনগরে অনুষ্ঠিত সাম্প্রতিক সারা ভারত পরিবহণ সম্মেলনেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ হইতে সার্কুলার রেলের ঐ প্রস্তাবটি উত্থাপন করা হয়।

শনিবার, ১৩ ভাদ্র, ১৩৭১ (৭ ভাদ্র, ১৮৮৬ শক) SATURDAY, AUGUST 29, 1964

বিক্ষোভ মিছিল ও আইন অমান্য: রাজ্য সরকারের খাদ্যনীতির প্রতিবারের শুক্রবার ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে কলিকাতায় একটি বিক্ষোভ মিছিল পরিচালনা করা হয়। রাজ্যপালের নিকট একটি স্মারকলিপি দিবার জন্য মিছিল রাজ্যভবন অভিমুখে যায়।

এইদিন পশ্চিমবঙ্গে পাঁচদিনব্যাপী সত্যাগ্রহ আন্দোলনের শেষদিন দক্ষিণপন্থী কম্যুনিষ্ট নেতৃত্বের পরিচালনায় ফ্রি স্কুল স্ট্রিটস্থ রাজ্য খাদ্য দপ্তরের সম্মুখে আইন অমান্য করিয়া ৯জন মহিলাসহ ২১৫জন গ্রেপ্তার বরণ করেন। শ্রীবিশ্বনাথ মুখার্জি ইহার নেতৃত্ব করেন এবং গ্রেপ্তার হন।

শনিবার, ১৩ ভাদ্র, ১৩৭১ (৭ ভাদ্র, ১৮৮৬ শক) SATURDAY, AUGUST 29, 1964

কলিকাতা কর্পোরেশনের কর্মীদের প্রচন্ড বিক্ষোভে সভা পন্ড: মহার্য ভাতা বৃদ্ধি সহ দশটি দাবির ভিত্তিতে কলিকাতা কর্পোরেশনের শ্রমিক-কর্মোচারীদের এক প্রচন্ড বিক্ষোভের ফলে শেষ পর্যন্ত শুক্রবার পৌরসভার সাপ্তাহিক সভা পন্ড হইয়া যায়। সভা পনের মিনিটের জন্য মুলতবী রাখিয়া মেয়র শ্রীচিত্তরঞ্জন চট্টোপাধ্যায় শ্রমিক-কর্মোচারী প্রতিনিধিদলের সহিত এক হৈঠকে মিলিত হন। আলোচনা চলাকালে একদল লোক মেয়রের কক্ষের সম্মুখে চড়াও হয় এবং কয়েকটি কাঁচের গ্লাস, ফুলের টব ইত্যাদি আছড়াইয়া ভাঙিয়া ফেলে। এই অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হইয়া মেয়র সভা পরিচালনের জন্য ফিরিয়া যাইতে পারেন না। অবশ্য উক্ত বৈঠকে মহার্ঘভাতা বৃদ্ধির প্রতি মেয়র নৈতিক সমর্থন জানান এবং এ সম্পর্কে সিদ্ধান্তের জন্য ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত সময় চাহেন।

রবিবার, ১৪ ভাদ্র, ১৩৭১ (৮ ভাদ্র, ১৮৮৬ শক), SUNDAY, AUGUST 30, 1964

কলিকাতায় অলিম্পিক পূতাগ্নি: অলিম্পিকের আদিভূমি গ্রীসের অলিম্পিয়ার প্রন্তরে প্রজ্বলিত পূতাগ্নি সহ জাপানী দল শনিবার অপরাহ্নে বিশেষ বিমানযোগে দিল্লি হইতে কলিকাতায় আসিয়া উপস্থিত হইয়াছে। পূতাগ্নি সহ কলিকাতায় রাত্রিবাসের পর জাপানী দল রবিবার মধ্যাহ্নে আবার রেঙ্গুন অভিমুখে যাত্রা করিবে। জাপ এয়ার লাইনস-এর বিশেষ বিমান ‘সিটি অফ টোকিও’ পূতাগ্নি সহ দমদম বিমানবন্দরে উপনীত হইলে ক্রীড়ামোদী দর্শকদের মধ্যে বিপুল উত্সাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীভূপতি মজুমদার জাপানের প্রতিনিধিবর্গকে মাল্যভূষিত করেন। বিমানবন্দরে স্বতঃস্ফূর্ত আনন্দের মধ্যেও এক ভাবগম্ভীর পরিবেশ গড়িয়া উঠে।


—ক্লাসে গোলমাল করিসনে বাবা,
জাতীয় পুরস্কারটা হাতছাড়া হয়ে যাবে।

—গুলী চালানো বন্ধ করলে কত
লোক ছাঁটাই হবে খেয়াল আছে?

রবিবার, ১৪ ভাদ্র, ১৩৭১ (৮ ভাদ্র, ১৮৮৬ শক) SUNDAY, AUGUST 30, 1964

রাজভবনের সম্মুখে গণ-অনশন: সরকারী খাদ্যনীতির প্রতিবাদে শনিবার বেলা চারিটা হইতে প্রায় দুইশত ব্যক্তি রাজভবনের পূর্ব ফটকের সামনে ২৪ ঘন্টাব্যাপী আনশন ব্রত শুরু করেন। এই গণ-প্রয়োপবেশন ভারতীয় জনসঙ্ঘের নেতৃত্বে খাদ্য আন্দোলনের প্রথম পর্যায়।

দ্বিতীয় পর্যায়ে গণ-সত্যাগ্রহ শুরু করা হইবে। প্রায়োপবেশনকারীদের মধ্যে সর্বশ্রী হরিপদ ভারতী, সত্যেন বসু, সুধাংশু জীবন গাঙ্গুলী, নিতাই ভট্টাচার্য ও মহম্মদ আস্রফসালী মন্ডল প্রভৃতি জনসঙ্ঘের নেতৃবৃন্দও আছেন। অধ্যক্ষ দেবপ্রসাদ ঘোষ ঐস্থানে এক সভায় বক্তৃতাকেলে সরকারী খাদ্যনীতির তীব্র সমালোচনা করেন।

সোমবার, ১৫ ভাদ্র, ১৩৭১ (৯ ভাদ্র, ১৮৮৬ শক) MONDAY, AUGUST 31, 1964

মাঝেরহাট পুলের উপর ট্রাম চলাচল আরম্ভ: মহানগর কলিকাতার দক্ষিণ দুয়ার— নুতন মাঝেরহাট পুলের উপর দিয়া রবিবার প্রথম চলাচল শুরু হইয়াছে। ঐদিন সকাল সাড়ে ৭টায় উত্তর দিক হইতে পুলের উপর দিয়া প্রথম ট্রামটি দক্ষিণে বেহালা অভিমুখি যাত্রা করে। এই উপলক্ষে ট্রামটিকে বিশেষভাবে সাজান হইয়াছিল। অনেক ট্রামকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে কলিকাতা ট্রাম কোম্পানির অস্থায়ী এজেন্ট শ্রী ই এইচ গ্যাসকেল প্রথম ট্রামটিকে নুতন পুলের উপর দিয়া চালানোর নির্দেশ দেন। পূর্বে রেলপথের শিয়ালদহ-বজবজ শাখার ডায়মন্ডহারবার রোডের উপর মাঝেরহাটের পরাতন পুলটির পাশেই এই নুতন রোড ওভার ব্রিজটি নির্মিত হইয়াছে। এই পুলটির জন্য ৪৬ লক্ষ টাকা ব্যায় হয়। নির্মাণ কাজের সামগ্রিক দায়িত্ব গ্রহণ করেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত বিভাগ। পূর্ব রেল, কলিকাতা পোর্ট কমিশনার্স, কলিকাতা কর্পোপেশন এবং কলাকাতা ট্রাম কোম্পানিও মোট ব্যয়ের কিছু কিছু অংশ বহন করিয়াছে।

মঙ্গলবার, ১৬ ভাদ্র, ১৩৭১ (১০ ভাদ্র, ১৮৮৬ শক) TUESDAY, SEPTEMBER 1, 1964

পানীয় জনের সঙ্কট: কলিকাতার পৌর এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডে গ্রে স্ট্রীট এক্সটেনশন গৌরীবাড়ী লেন হইতে শুরু করিয়া উল্টোডাঙ্গা খাল পর্যন্ত বিস্তৃত অঞ্চলে পানীয় জল সরবরাহে পৌরসভার পরীক্ষা নিরীক্ষার ফলে স্থানীয় অধিবাসীদের দুর্গতির সীমা নাই। পানীয় জলের সরবরাহ বৃদ্ধির নামে বর্তমানে এই অঞ্চলে বোধহয় নাগরিকদের ধৈর্যের পরীক্ষা করা হইতেছে। পূর্বে জলের অভাব থাকিলেও ছিটেফোটা জুটিত, কিন্তু নয়া ব্যবসার আমলে সরবরাহে হামেশা বিঘ্ন ঘটিতেছে, কখনও কখনও সম্পুর্ণ বন্ধ। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করিয়াও কোনও ফল হয় নাই। খলে নাগরিকদের সমস্যা-কন্টকিত জীবনে নুতন এক উপসর্গ জুটিয়াছে। চাল-তেল-মাছের লাইন ছাড়াও বাড়তি ঝঞ্ঝাট, জলের বালতি, ভাঁড় লইয়া বেপাড়ার রাস্তা লাইন দিতে ছুটিতে হইতেছে।

বৃহস্পতিবার, ১৮ ভাদ্র, ১৩৭১ (১২ ভাদ্র, ১৮৮৬ শক) THURSDAY, SEPTEMBER 3, 1964

বেআইনী নয়তলা বাড়ী: পৌরসভার বিল্ডিং কমিটির আচরণ ও পৌর বিধানের মর্যাদা সম্পর্কে লিটল রাসেল স্ট্রীটের একটি সুউচ্চ অট্টালিকা কি মূর্তিমান চ্যালেঞ্জেরূপে মাথা তুলিয়া দাঁড়াইয়াছে? অভিযোগ উঠিয়াছে এই বাড়িটির নির্মাণে পৌর নিয়ম গুরুতরভাবে লঙ্ঘিত হইয়াছে; ইহার গায়ে কিন্তু বিল্ডিং কমিটির অনুমোদনের ছাপ বর্তমান। সমস্যাটি পৌর ইতিহাসে প্রায় অভুতপূর্ব। অনুমোদন না লইয়া বেআইনী বাড়ি শহরে আরো নির্মিত হইয়াছে, উহা ভাঙিয়া দিবার নির্দেশ দিতেও কর্পোরেশন দ্বিধা করেন নাই। কিন্তু লিটল রাসেল স্ট্রীটের এই নয়তলা অট্টালিকা একদিনে উঠে নাই। পর্যাক্রমে মাথা তুলিয়া দাঁড়াইয়াছে এবং প্রতিবারেই নাকি বিল্ডিং কমিটির অনুমোদন মিলিয়াছে। এখম পৌরসভার বিশেষ মর্যাদার আসনে একদা অধিষ্ঠিত ছিলেন এমন এক ব্যক্তিসহ বেশ কয়েকজন নাগরিক স্পেশ্যাল বিল্ডিং কমিটির কাছে অভিযোগ করিয়াছেন যে, এই অট্টালিকা নিয়মের দ্বিগুণ মাথা উচু করিয়া দাঁড়াইয়াছে।


কাপড় কন্ট্রোল হবে
শুনে কিনে ফেললাম।

—বত্স, একদিন আমাদেরও যৌবন
ছিল! (চিত্রতারকার প্রতি ভেটারেন্স)

—মাছ পাওয়াটা কি ভালো কথা? রেশনের
চালে যে কুলোবে না সে খেয়াল আছে?

শনিবার, ২০ ভাদ্র, ১৩৭১ (১৪ ভাদ্র, ১৮৮৬ শক) SATURDAY, SEPTEMBER 5, 1964

পরলোকে লোকনাথ বল: চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের বীর নায়ক শ্রীলোকনাথ বল শুক্রবার পরলোকগমন করেন। কলিকাতা কর্পোরেশনের ডেপুটি কমিশনার— (এক) শ্রীবল এইদিন সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত কর্পোরেশনে কাজ করেন। তারপর, বুকে ব্যথা মনে হওয়ায় বাড়িতে যান। কিন্তু গাড়ি হইতে তিনি নামিতে পারেন না। ‘ওল্ড মেয়র’স কোর্ট হইতে তাঁহাকে সঙ্গে সঙ্গে সেই গাড়িতেই মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। রাত্রি আটটা নাগাদ তিনি মারা যান। শ্রী বলের বয়স হইয়াছিল ৫৭ বত্সর। ১৯০৮ সালে চট্টগ্রামে জন্ম। বাবা—স্বর্গিত প্রাণকৃষ্ণ বল। মা জীবিত— বয়স ৯০এর কাছাকাছি। স্ত্রী শ্রীমতী প্রতিমা বল বিশিষ্ট সমাজসেবী। সন্তান—তের-চৌদ্দ বত্সরের একটি মেয়ে এবং আট বত্সরের একটি ছেলে।

বৃহস্পতিবার, ২৫ ভাদ্র, ১৩৭১ (১৯ ভাদ্র, ১৮৮৬ শক) THUSRDAY, SEPTEMBER 10, 1964

কলিকাতা মিউনিসিপ্যাল দ্বিতীয় সংশোধনী বিল: চারদি়ন ধরিয়া বিতর্কের শেষে বুধবার পশ্চিমবঙ্গ বিধান সভায় ধ্বনি ভোটে কলিকাতা মিউনিসিপ্যাল দ্বিতীয় সংশোধনী (১৯৬৩) বিলটি গৃহীত হয়। বিতর্কের শেষ দিনে সভার আবহাওয়া নিস্তাপ ও নিরুত্তেজ ছিল। প্রশ্নোত্তরের পর তৃতীয়বার পাঠের সময় বিরোধীদলের সদস্যরা আর একবার বিলটির কয়েকটি ধারার সমালোচনা করেন। কিন্তু বিতর্কের উপসংহার স্বর্গত শ্রীসান্যালের শেষকৃত্য সম্পন্ন হয়।

বৃহস্পতিবার, ২৫ ভাদ্র, ১৩৭১ (১৯ ভাদ্র, ১৮৮৬ শক) THUSRDAY, SEPTEMBER 10, 1964

নিদ্রিত অবস্থায় শ্বাসরোধ করিয়া সলিসিটর-জেনারেল শ্রীহেম সান্যালকে হত্যা: ভারতের সলিসিচর জেনারেল শ্রীহেমনাথ সান্যাল (৬২) গতকাল মধ্যরাত্রির পর ২২নং আকবর রোডে তাঁহার সরকারী নিবাসে নিহত হইয়াছেন। এই নিবাস প্রধানমন্ত্রীর নিবাস হইতে মাত্র কয়েক শত গজ দূরে অবস্থিত। শ্রীসান্যাল নিদ্রাকালে দুর্বৃত্তদের দ্বারা শ্বাসরুদ্ধ হইয়া নিহত হন। যে ধুতিটি তিনি পরিয়াছিলেন সেটিই তাঁহার গলায় লাগাইয়া তাঁহাকে খুন করা হইয়াছে। পুলিস এসম্পর্কে তাঁহার এক ভৃত্যকে গ্রেপ্তার করিয়াছে। শ্রীসান্যালের স্ত্রী ও দুই কন্যা এই নিদারুণ দুঃসংবাদ পাইয়া দিল্লি আসেন। সংসদের উভয় সভায় এইদিন শ্রীসান্যালের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তাঁহার উদ্দেশে শ্রদ্ধা জানানো হয়। এই হত্যাকান্ডের বিশেষ তদন্তের দাবিও ধ্বনিত হয়।


—হ্যালো, সদাচার সমিতি? দেখুন
আবার পূজোর চাঁদা চাইতে এসেছে

—দাদু আবার বাস
ধর্মঘট বুঝলেন?

—লাটাই নেই যে…….

শুক্রবার, ২৬ ভাদ্র, ১৩৭১ (২০ ভাদ্র, ১৮৮৬ শক) FRIDAY, SEPTEMBER 11, 1964

ভুয়া রেশন কার্ডের সাহায্যে বস্তি এলাকা হইতে প্রতি মাসে পাচার: ভুয়া রেশন কার্ডের মাধ্যমে কলিকাতা শহরের বস্তী এলাকাগুলি হইতে প্রতি মাসে প্রায় সাড়ে সাত হাজার কুইন্টাল চাল ও গম বেআইনি ভাবে পাচার হইয়া থাকে। কলিকাতা পুলিশ কিছুদিন আগে শহরের ২৬১টি রেশনের দোকানের আয়তাভুক্ত রেশন কার্ডগুলি সম্পর্কে তদন্ত করিতে গিয়া এই তথ্য জানিতে পারে। কলিকাতা পুলিশের এলাকার মধ্যে মোট ৮২১টি রেশনের দোকান আছে। গত ১৫ই জুলাই হইতে ৭ই আগস্ট পর্যন্ত পুলিশ বস্তি এলাকায় বাড়ি বাড়ি গিয়া রেশন কার্ড সম্পর্কে তদন্ত করে ও প্রায় দেড় লক্ষ রেশন কার্ড সম্পর্কে তদন্ত করে। তাহার মধ্যে ৩০ হাজার রেশন কার্ডই ভুয়া বলিয়া পুলিশ অভিযোগ পায়। এই রেশন কার্ডগুলিতে ১ লক্ষ ৮১ হাজার ৮৩ জন প্রাপ্তবয়স্ক ও ১৯ হাজার ৯৮৮ জন অপ্রাপ্তবয়স্কদের নাম ছিল। পুলিশের অনুমানমত এই সব রেশন কার্ড হইতে মাসে প্রায় সাড়ে সাত হাজার কুইন্টাল চাল ও গম লওয়া হইত।

রবিবার, ২৮ ভাদ্র, ১৩৭১ (২২ ভাদ্র, ১৮৮৬ শক) SUNDAY, SEPTEMBER13, 1964

এক জোড়া নতুন মুখ: পাশাপাশি বসে ছিল ওরা—অন্ধকারে। ঘরে টর্চের আলো ফেলতেই বিরক্ত হল। একজন তো তেড়ে এল আমার-সহযোগী ফটোগ্রাফারের দিকে। তারপর কি মনে করে যেন আবার ঘনিষ্ঠ হল। ফ্ল্যাশ লাইটে চোখ ধাঁধিয়ে গেল শিম্পাঞ্জী দম্পতির। এখনও পথক্লান্ত। সবে দু’দিন হল পশ্চিম জার্মাণীর হ্যানোভার থেকে এসেছে কলকাতায়। এখনও নামকরণ হয়নি। কলকাতা চিড়িয়াখানার কর্তৃপক্ষ ওদের সুন্দর নাম দিতে চান। ইচ্ছা-নামদু’টো জনসাধারণের কাছ থেকে আসুক। পুরুষ শিম্পাঞ্জীর জন্য একটি ওরা কুচকুচে কালো—কিন্তু ভারি মিষ্টি। সাধারণের কাছ থেকে পাওয়া নামের পাহাড় বেছে ওদের নাম দেওয়া হবে।


সবুর করুন। আর
একটু পচিলেই পাইবেন

—দয়া করে আর একবার যদি অনুরোধ
করেন তো পদত্যাগপত্রটা পপ্রত্যাহার করেনি

সেদিনের চাঁদাটা বিশ্বকর্মাপূজার
নামে জমা করেছি। দূর্গাপূজোরটা......

বুধবার, ৩১ ভাদ্র, ১৩৭১ (২৫ ভাদ্র ১৮৮৬ শক) WEDNESDAY, SEPTEMBER 16, 1964

পরলোকে অন্নদাপ্রসাদ চৌধুরী: পশ্চিমবঙ্গের ভূতপূর্ব অর্থমন্ত্রী এবং বিশিষ্ট সমাজ সংগঠক শ্রীঅন্নদাপ্রসাদ চৌধুরী মঙ্গলবার বেলা ১টার সময় তাঁহার কলিকাতার বাসভবনে পরলোকগমন করিয়াছেন। মৃত্যুকালে তাঁহার বয়স হইয়াছিল ৬৯। শ্রীচৌধুরী নিঃসন্তান ছিলেন। মৃত্যুর সময় তাঁহার স্ত্রী শ্রীমতী হিরণবালা চৌধুরী শয্যাপার্শ্বে ছিলেন। শ্রীচৌধুরীর মৃত্যুর সংবাদ শুনিয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীপ্রফুল্লচন্দ্র সেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রীঅজয়কুমার মুখোপাধ্যায় রাজ্যের মন্ত্রীমণ্ডলীর কয়েকজন ও অন্যান্য বহু ব্যক্তি মৃতের প্রতি শ্রদ্ধা জানাইয়া আসেন।

বুধবার, ৩১ ভাদ্র, ১৩৭১ (২৫ ভাদ্র ১৮৮৬ শক) WEDNESDAY, SEPTEMBER 16, 1964

৮জন গ্রেপ্তারঃ কিছু ব্যাপারীর কলিকাতা ত্যাগ শুরু: ময়দা-আটা লইয়া মুনাফাবাজি সম্পর্কে পুলিসের নিকট এই মর্মে সংবাদ আছে যে, গত কিছুদিনে মাত্র একটি ময়দা কল প্রায় এক কোটি টাকা অতিরিক্ত মুনাফা লুটিয়াছে। মঙ্গলবার কলিকাতা পুলিশের দপ্তরে সংবাদ আসিয়াছে যে বড়বাজারের এক শ্রেণীর খাদ্যশস্যের ব্যাপারী সহর ত্যাগ করিতে শুরু করিয়াছে।

শনিবার, ৩ আশ্বিন, ১৩৭১ (২৮ ভাদ্র ১৮৮৬ শক) SATURDAY, SEPTEMBER 19, 1964

সুরেন্দ্রনাথ কলেজের হেরম্ব মৈত্র শীল্ড লাভ: শুক্রবার হাওড়া ইউনিয়ন মাঠে হেরম্বচন্দ্র মৈত্র শীল্ডের ফাইন্যালে সুরেন্দ্রনাথ কলেজ ৩-১ গোলে চারুচন্দ্র কলেজকে পরাজিত করিয়া চ্যাম্পিয়ন হইবার গৌরব অর্জন করে। প্রথমার্ধে সুরেন্দ্রনাথ কলেজ ২-০ গোলে অগ্রগামী থাকে। বিজয়ী দলের পক্ষে পি ব্যানার্জি কে ঘোষ ও এং ঘোষ এবং বিজিত দলের পক্ষে এস দত্ত গোল করেন। তাহা ছাড়া ২-১ গোলে পিছাইয়া থাকিবার সময় চারুচন্দ্র কলেজের পি মজুমদারের দর্শনীয় সট গোলরক্ষককে পরাজিত করিয়াও দুর্ভাগ্যবশত ক্রসবারে লাগিয়া ফিরিয়া আসে।

রবিবার, ৪ আশ্বিন, ১৩৭১ (২৯ ভাদ্র ১৮৮৬ শক) SUNDAY, SEPTEMBER 20, 1964

সম্ভাব্যতা সম্পর্কে ইঞ্জিনিয়ারদের অভিমত: কলিকাতার ভূগর্ভস্থ রাস্তা তৈরী করা সম্ভব। ইনস্টিটিউশন অব ইঞ্জিনীয়ার্সের আলোচনাচক্রে যে রচনাগুলি পেশ করা হইয়াছে, তাহার একটিতে দুইজন ইঞ্জিনীয়ার এই মত প্রকাশ করিয়াছেন। কলিকাতার ভূমির উপাদান সম্পর্কে শনিবার ঐ তিনদিনব্যাপী আলোচনাচক্র শুরু হয়। ইনস্টিটিউশনের পশ্চিমবঙ্গ কেন্দ্রের চেয়ারম্যান শ্রী এসকে লাহা উহার উদ্বোধন করেন। সভাপতি ছিলেন অধ্যাপক দীনেশ মোহন। কলিকাতার নীচেকার মাটির অবস্থা পাইলিং প্রভৃতি সম্পর্কে কয়েকটি রচনা আলোচনার জন্য পেশ করা হইয়াছে। শনিবার শাল পাইলিং কলিকাতার সাব সয়েল প্রভৃতি সম্পর্কে আলোচনা হয়। মহানগরীতে বড় বড় ইমারত উঠিতেছে, সেগুলির ভিত ভালভাবে করা দরকার বলিয়া মত প্রকাশিত হয়।

রবিবার, ৪ আশ্বিন, ১৩৭১ (২৯ ভাদ্র ১৮৮৬ শক) SUNDAY, SEPTEMBER 20, 1964

প্রধানমন্ত্রী শাস্ত্রীর প্রথম কলিকাতায় পদার্পন: প্রধানমন্ত্রী শ্রীলালবাহাদুর শাস্ত্রী একদিনের সফরে আজ রবিবার কলিকাতা আসিতে হন। প্রধানমন্ত্রীরূপে শ্রীশাস্ত্রীর এই প্রথম কলিকাতা আগমন। শ্রীশাস্ত্রী দুপুর ১১টা নাগাদ দমদমে বিমান হইতে অবতরণ করিবেন। বিমান ঘাঁটিতে তাঁহাকে স্বাগত জানাইবেন রাজ্যপাল শ্রীমতী পদ্মজা নাইডু, মুখ্যমন্ত্রী শ্রীপ্রফুল্লচন্দ্র সেন, কংগ্রেস নেতা শ্রীঅতুল্য ঘোষ এবং মহানগরীর বিশিষ্ট নাগরিক ও নেতৃবৃন্দ। শ্রীশাস্ত্রী প্রধান মন্ত্রী নির্বাচিত হওয়ার ১০৪ দিন পর মহানগর কলিকাতায় আসিতেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE