Advertisement
১৮ মে ২০২৪

মহিলা কাউন্সিলরের ‘শ্লীলতাহানি’

বেআইনি ভাবে গাড়ি পার্কিংয়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের ওয়ার্ডেই প্রহৃত হলেন তৃণমূলের এক মহিলা কাউন্সিলর। বৃহস্পতিবার দুপুরে, সল্টলেকে। তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ দায়ের হয়েছে সল্টলেক দক্ষিণ থানায়। এই ঘটনায় দেবাশিস মজুমদার নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৪ ০৪:০২
Share: Save:

বেআইনি ভাবে গাড়ি পার্কিংয়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের ওয়ার্ডেই প্রহৃত হলেন তৃণমূলের এক মহিলা কাউন্সিলর। বৃহস্পতিবার দুপুরে, সল্টলেকে। তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ দায়ের হয়েছে সল্টলেক দক্ষিণ থানায়। এই ঘটনায় দেবাশিস মজুমদার নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। ওই কাউন্সিলরের মাথায়, চোখের নীচে আঘাত লেগেছে। পুলিশ জানায়, এ দিন একটি সরু রাস্তায় ফুটপাথের অধিকাংশ দখল করে গাড়ি রেখেছিলেন দেবাশিসবাবু। স্থানীয় কাউন্সিলর তাঁকে গাড়ি সরাতে অনুরোধ করলে তিনি অশ্লীল ভাষা ব্যবহার করে গাড়ি সরাতে অস্বীকার করেন বলে অভিযোগ। কাউন্সিলর প্রতিবাদ করলে শুরু হয় বচসা। এর পরেই কাউন্সিলরকে মারধর শুরু করেন সেই ব্যক্তি। কাউন্সিলর বলেন, “ফুটপাথ জুড়ে গাড়ি রেখেছিলেন ওই ব্যক্তি। সরাতে বলতেই আচমকা চড়, ঘুষি মারতে থাকলেন। এমন অভিজ্ঞতা হবে, জীবনে ভাবিনি।” কাউন্সিলরকে তাঁর ওয়ার্ডে এ ভাবে প্রহৃত হতে দেখে ছুটে আসেন স্থানীয়েরা। তাঁরাই কাউন্সিলরকে উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। দেবাশিসবাবু সল্টলেকের বাসিন্দা। সল্টলেক পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী বলেন, “কোনও মহিলার উপরে এমন হামলার ঘটনা অনভিপ্রেত। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।” সল্টলেকের এক পুলিশকর্তা জানান, জেরায় অভিযুক্ত দোষ স্বীকার করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

molestation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE