বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে শুক্রবার দুপুর থেকে এই সাক্ষাতে রাজনৈতিক পরামর্শও দিয়েছেন তিনি। পাশাপাশি, কালীঘাটে নিজের দফতরে একই ভাবে শুভেচ্ছা বিনিময় করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে এই প্রীতি-বিনিময়ের দিনেই দলের অন্দরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে নেতৃত্বকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
রাজনৈতিক জনসংযোগের লক্ষ্যে আগামী রবিবার থেকে রাজ্য জুড়ে বিজয়া সম্মিলনীর কর্মসূচি নিয়েছে তৃণমূল। তার আগেই এ দিন কালীঘাটে আলাদা ভাবে দলের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন মমতা ও অভিষেক। তার মধ্যেই দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন কুণাল। ভোটের লক্ষ্যে দলের প্রস্তুতির মধ্যে কুণাল নেতৃত্বের একাংশের ভূমিকাকে ‘ঝাপসা’ বলে চিহ্নিত করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। সেই সূত্রেই তিনি বলেছেন, ‘‘বুঝতে পারছি না, কে কোন দলে খেলছেন। কোনও কোনও সময় ঝাপসা লাগছে।’’ তবে কার সম্পর্কে এই মন্তব্য, তা অবশ্য খোলসা করেননি তিনি। বরং এ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ ভাবেই তিনি বলেন, ‘‘নেত্রী মমতাদি’র উপরে আস্থা রেখেই নজর রাখছি মাঠে। খেলা জমে যাবে! ’’
দলের জনপ্রতিনিধি ও নেতাদের সঙ্গে দেখা করে এ দিন দল ও রাজনীতির নানা বিষয়ে সংক্ষেপে আলোচনা করেছেন মমতা ও অভিষেক। উৎসবের মরসুমে কোথায় কী করণীয়, সে সব নিয়েও কথা হয়েছে। তবে তার মধ্যে কুণালের মন্তব্যে আলোড়ন তৈরি হয়েছে। সমাজমাধ্যমে কুণাল লিখেছেন, ‘একটা অন্য রকম মাঠ যেন দেখতে পাচ্ছি, ব্যক্তিগত খেলা নয়, সমষ্টির বৃহত্তর অঙ্কের ম্যাচ। এখনও ঝাপসা, স্পষ্ট নয়। তবে ব্যাট করার প্রস্তুতি রাখছি, সসম্মানে।’ তাঁর ‘অন্য রকম মাঠ’ কি অন্য দল? এ প্রশ্নের উত্তরে তৃণমূলের মুখপাত্র বলেন, ‘‘আমি দমবন্ধ হচ্ছে জানিয়ে মাঠ খুঁজতে বেরোব ন! আমি নিজের মাঠেই খেলতে তৈরি হচ্ছি।’’ সরাসরি না-বললেও আচমকা ‘মাঠ’ ও ‘খেলা’র প্রসঙ্গ টেনে কুণাল যে অভ্যন্তরীণ সমস্যার ইঙ্গিত দিয়েছেন, তা স্পষ্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)