বানতলায় লেদার কমপ্লেক্সের মহিলা-খুনে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেরার মুখে অভিযুক্ত স্বামী রাজু মণ্ডল পুলিশকে জানিয়েছেন খুনের কারণ। তাঁর দাবি, দীর্ঘ দিন ধরে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কে নিয়ে জেরবার ছিলেন তিনি। প্রতিশোধ নিতেই তিনি খুন করেছেন স্ত্রীকে।
পূর্ব ডিভিশনের ডিসি গৌরব লাল বলেছেন, ‘‘লেদার কমপ্লেক্সে কাজ করতে গিয়েই আলাপ হয়েছিল দু’জনের। তার পর বিয়ে করেন তাঁরা। কিন্তু স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে বিরক্ত ছিলেন তিনি। প্রতিশোধ নিতেই অভিযুক্ত খুন করেছেন বলে স্বীকার করেছেন। যেখানে দেহ উদ্ধার হয়েছিল, সেখানে স্ত্রীকে ২৯ নভেম্বর ডেকেছিলেন অভিযুক্ত। সেখানেই খুন করে পালিয়ে যান। স্ত্রীর প্রেমিককে খুন করার পরিকল্পনাও করেছিলেন তিনি। কিন্তু তার আগেই আমরা ঘটকপুকুর থেকে তাঁকে ধরে ফেলি।’’