পুজোর আগে রাজনৈতিক কর্মসূচিতে ভাটা পড়ে সচরাচর। উৎসবের সেই মরসুম শুরু হয়ে যাওয়ার আগে কলকাতার রাজপথে শক্তি প্রদর্শন সেরে রাখতে চাইছে বামেরা। এ বার তাদের হাতিয়ার ডোনাল্ড ট্রাম্পের ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনে’র প্রতিবাদ এবং প্যালেস্টাইনের প্রতি সংহতি।
কলকাতায় আগামী ১ সেপ্টেম্বর ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন ও হামলা’র বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছে বামেরা। প্রতি বছর ওই দিনটি সাম্রাজ্যবাদ-বিরোধী দিবস হিসেবে পালন করে তারা। এ বার ১ সেপ্টেম্বর শহরে এই মিছিলে বামফ্রন্টের শরিক দলগুলির পাশাপাশি সিপিআই (এম-এল) লিবারেশন এবং এসইউসি অংশগ্রহণ করবে বলে ঠিক হয়েছে। সিপিএম তথা বামফ্রন্টের দলগুলির সব শাখা সংগঠনগুলিও সক্রিয় ভাবে যোগ দিতে বলা হয়েছে। বাম সূত্রের খবর, সে দিন হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে মিছিল এসে জমায়েত হবে ধর্মতলায় লেলিন মূর্তির সামনে। তার পরে সেখান থেকে মূল মিছিল যাবে কলেজ স্কোয়ারের দিকে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, ‘‘আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় বাম দলগুলো এবং বিভিন্ন সংগঠন সাম্রাজ্যবাদ-বিরোধী, শান্তি দিবস পালন করবে, মিছিল-সমাবেশ হবে। প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে আমরা পথে নামব। কলকাতা সব সময়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে থেকেছে। সেই ধারাকে অব্যাহত রাখা হবে।’’
এরই পাশাপাশি সিপিএমের তোপ, আমেরিকা এ দেশের কৃষি, বাণিজ্যের উপরে আক্রমণ নামিয়ে এনেছে, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপরে বাড়তি শুল্ক চাপানো হচ্ছে। আমেরিকার এই আগ্রাসনের প্রতিবাদের সঙ্গে সঙ্গেই দেশের স্বাধীন বিদেশ নীতির দাবি তোলা হবে মিছিল-সমাবেশ থেকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)