Advertisement
১৬ এপ্রিল ২০২৪

২৩ মে-র পরে ভারত মমতাময়: অভিষেক

বিজেপিকে আক্রমণ করে তাঁর মন্তব্য, ‘‘আরে, ভারতমাতা কি জয় তো আমিও বলি। তবে ২৩ মে- র পরে গোটা ভারতবর্ষ মমতাময়, তৃণমূলময় হবে। কারণ, নকল দেশপ্রেম নিয়ে কোনও দিন রাজনীতি হয় না।’’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার দেখতে ভিড় চুয়াডাঙায়। —নিজস্ব চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার দেখতে ভিড় চুয়াডাঙায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০০:০১
Share: Save:

২৩ মে, লোকসভা নির্বাচনের পরে গোটা ভারতবর্ষ মমতাময় হবে, তৃণমূলময় হবে— মেদিনীপুরে নির্বাচনী জনসভায় এমনটাই দাবি করলেন দলের বিদায়ী সাংসদ, এ বারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গায় সভা করেন অভিষেক। বিজেপিকে আক্রমণ করে তাঁর মন্তব্য, ‘‘আরে, ভারতমাতা কি জয় তো আমিও বলি। তবে ২৩ মে- র পরে গোটা ভারতবর্ষ মমতাময়, তৃণমূলময় হবে। কারণ, নকল দেশপ্রেম নিয়ে কোনও দিন রাজনীতি হয় না।’’

রাজ্যে এসে একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে মোদীকেও বিঁধেছেন অভিষেক। তাঁর কথায়, ‘‘পাঁচ বছর নরেন্দ্র মোদীকে দেখা যায়নি। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন নাচান নাচিয়েছেন যে দু’দিন অন্তর অন্তর বাংলায় আসছেন। আর বলছেন, আমাকে ভোট দাও।’’ প্রধানমন্ত্রীকে তাঁর আরও কটাক্ষ, ‘‘আপনি বাংলার শনি। এই মেদিনীপুরে এসেছিলেন, প্যান্ডেল ভেঙে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত কুৎসা করবেন, শনির দশা তত দীর্ঘায়িত হবে।’’ গুজরাত যদি মোদীকে ২৬-এ ২৬ দিতে পারে, তাহলে বাংলা কেন দিদিকে ৪২- এ ৪২ দিতে পারবে না, এ দিন সেই প্রশ্নও তোলেন অভিষেক। সভায় আসা মানুষের উদ্দেশে অভিষেককে বলতে শোনা যায়, ‘‘চার দফায় বাংলায় ১৮টি আসনে ভোট হয়েছে। তৃণমূল ১৮-০ করে এগিয়ে গিয়েছে। মন্দির-মসজিদ নিয়ে যারা রাজনীতি করে সেই সাম্প্রদায়িক দলকে একটি ভোটও দেবেন না। বোতাম টিপবেন এখানে, আর নরেন্দ্র মোদীর কোমর ভাঙবেন ওখানে (দিল্লিতে)।’’

মঞ্চ থেকে নেমে হেলিপ্যাডের দিকে এগোন অভিষেক। হেলিকপ্টার দেখতে সভার ভিড় ছুট লাগায় সেখানে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE