ভোট দেওয়ার পর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করায় যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে কড়া বার্তা দিলেন দলীয় নেতৃত্ব। ‘সৌজন্য সাক্ষাৎ’-এ দলের তরফ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়ে সোমবার রাতের মধ্যেই তিনি বোলপুর থেকে যাদবপুরে ফিরেও আসছেন, দলীয় সূত্রে এমনটাই খবর।
যাদবপুর লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী সোমবার বোলপুর গিয়েছিলেন ভোট দিতে। সেই ফাঁকেই তিনি এক সময় বীরভূম জেলার তৃণমূল পার্টি অফিসে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যান। একে যদিও তিনি নিতান্তই সৌজন্য সাক্ষাৎ আখ্যা দিয়েছেন। কিন্তু তাঁর দল বিষয়টাকে একেবারেই ভাল চোখে নিচ্ছে না। সে কারণেই তাঁকে দ্রুত যাদবপুরে ফেরার নির্দেশ দিয়েছে।
বিজেপি সূত্রে খবর, যে অনুব্রতের নামে বার বারই একাধিক সন্ত্রাসের অভিযোগ করে আসছে দল, এমন এক জনের সঙ্গে কী ভাবে অনুপম দেখা করতে যেতে পারেন? গোটা ঘটনায় দলের কাছে জবাবদিহি করতে হতে পারে অনুপমকে।