বিজেপিতেই যোগ দিলেন কংগ্রেসের ডাকাবুকো নেতা রাকেশ সিংহ। সোমবার বিকেলে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়ের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দিলেন।
লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে রাকেশ বিজেপিতে যোগ দেওয়ায় দক্ষিণ কলকাতায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হবে বলে মনে করছে গেরুয়া শিবির। তবে, শেষ মুহূর্তে রাকেশকে দলে ধরে রাখতে কংগ্রেসের শীর্ষ নেতারা চেষ্টা করেন। তাতে চিঁড়ে ভেজেনি।
সম্প্রতি দিল্লি থেকে কলকাতায় ফিরতেই রাকেশকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। আপাতত তিনি জামিনে মুক্ত। রাকেশ বিজেপিতে যোগ দেওয়ায় তাঁর অনুগামীরা এখন চাইছেন, তিনি দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে লোকসভায় প্রার্থী হন।
ভারতীয় সংসদের ইতিহাস সম্পর্কে এই তথ্যগুলি জানেন কি?
গত সপ্তাহেই বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে গিয়ে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। তার পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা। সব্যসাচীও বিজেপিতে যোগ দেবেন বলে রটে যায়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। শেষে সব্যসাচী নিজেই ঘোষণা করেন, তিনি তৃণমূলে ছিলেন, আছেন। থাকবেন। সূত্রের খবর, তৃণমূল নেতাদের পাশাপাশি কংগ্রেস নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন মুকুল রায়। রাকেশ ছাড়াও অন্য কয়েক জনের সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন।
আরও পড়ুন: ভোটে হিংসা রুখতে কড়া কমিশন, গোটা রাজ্যে ৬০ হাজার অভিযুক্ত এখনও অধরা
আরও পড়ুন: কোন আসনে কে, শুরু দর কষাকষি
সম্প্রতি প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, প্রাক্তন ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডা দিল্লিতে বিজেপির শীর্ষ স্থানীয় নেতাদের হাত ধরে দলে যোগ দিয়েছেন। রাকেশের মতো আরও কয়েক জন ভোটের মুখে বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা।
(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবরআমাদের রাজ্য বিভাগে।)