Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পঞ্চম পর্বে আয়-শীর্ষে কল্যাণ, অভিযোগে অর্জুন

শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মে ২০১৯ ০৪:২৭
Share: Save:

ভোট-পঞ্চমীতে পশ্চিমবঙ্গে সাতটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় দেখা যাচ্ছে, সাত আসনেই তৃণমূল প্রার্থীরা কোটিপতি এবং এ ক্ষেত্রে সব দলের প্রার্থীকেই পিছনে ফেলে দিয়েছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর ফৌজদারি অভিযোগ সব চেয়ে বেশি আছে বিজেপি প্রার্থী অর্জুন সিংহের বিরুদ্ধে।

ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ নামে একটি সংগঠন প্রার্থীদের আয় এবং তাঁদের সম্পর্কে অভিযোগ সংক্রান্ত যে-পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ওই সাত আসনের মধ্যে ছ’টিতেই বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি এবং অন্যান্য গুরুতর অপরাধে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। সব চেয়ে বেশি অভিযোগ (২৪টি) রয়েছে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুনের বিরুদ্ধে। এ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছেন বিজেপিরই প্রার্থী (হুগলি) লকেট চট্টোপাধ্যায়। ১৪টি ফৌজদারি মামলায় অভিযুক্ত তিনি। তৃণমূল এবং সিপিএম দু’দলেরই তিন জন করে প্রার্থীর বিরুদ্ধে নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে।

আয়ের নিরিখে সব চেয়ে এগিয়ে থাকা কল্যাণবাবু (শ্রীরামপুর)-র ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় ১৭ কোটি ৬০ লক্ষ টাকা। ২০১৪ সালের পরে পাঁচ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বৃদ্ধির হার ৯৮ শতাংশের কাছাকাছি। তাঁর পরেই রয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় ছ’‌কোটি ৬২ লক্ষ টাকা। গত পাঁচ বছরে সাংসদ থাকাকালীন তাঁর এক কোটি ২৬ লক্ষ টাকার সম্পত্তি বেড়েছে। তৃতীয় স্থানে রয়েছেন হুগলি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না দে। তাঁর সম্পত্তর পরিমাণ তিন কোটি ৪৭ লক্ষ টাকার কাছাকাছি। এই পর্বের নির্বাচনে সব চেয়ে ধনী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ তিন কোটি ৫৬ লক্ষ টাকা।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সর্বভারতীয় সংগঠন অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস-এর শাখা হিসেবে পশ্চিমবঙ্গে কাজ করে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ। তাদের পর্যবেক্ষণ: পঞ্চম পর্বে বাংলায় সিপিএমের যে-দু’জন প্রার্থী কোটিপতি, তাঁরা হলেন উলুবেড়িয়া কেন্দ্রের মাকসুদা খাতুন এবং আরামবাগের শক্তিমোহন মালিক। মাকসুদার সম্পত্তির পরিমাণ এক কোটি ২৫ লক্ষ টাকার কাছাকাছি। শক্তিমোহনের প্রায় এক কোটি চার লক্ষ। কংগ্রেসের কোটিপতি প্রার্থী দু’জন। তাঁদের মধ্যে শ্রীরামপুরের প্রার্থী দেবব্রত বিশ্বাসের সম্পত্তির পরিমাণ প্রায় দু’‌কোটি ১৬ লক্ষ টাকা। হাওড়ার এসইউসি প্রার্থী মহম্মদ শাহনওয়াজের সম্পত্তির পরিমাণ প্রায় এক কোটি দু’লক্ষ টাকা।

এই পর্বে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সব চেয়ে কম সম্পত্তির মালিক ব্যারাকপুরের বিএসপি প্রার্থী তাপস সরকারের। তাঁর সম্পত্তির পরিমাণ ১০ হাজার টাকার কিছু বেশি। যে-সব প্রার্থী দ্বিতীয় বার নির্বাচন লড়ছেন, সম্পত্তি হ্রাসের ক্ষেত্রে তাঁদের মধ্যে সকলের আগে আছেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে তাঁর সম্পত্তি ছিল পাঁচ লক্ষ ৫২ হাজার টাকা। এ বার সেটা কমে হয়েছে দু’লক্ষ ৪৭ হাজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE