Advertisement
E-Paper

‘জয় শ্রীরাম’ স্লোগান শুনে গাড়ি থেকে নেমে এলেন মমতা, বললেন...

স্লোগান শোনা মাত্রই থেমে যায় মমতার গাড়ি। সামনের দরজা খুলে সটান রাস্তায় নেমে আসেন মমতা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০১৯ ২০:৪৮
চন্দ্রকোনায় পদযাত্রা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: তৃণমূলের টুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।

চন্দ্রকোনায় পদযাত্রা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: তৃণমূলের টুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।

এগিয়ে যাচ্ছে তৃণমূল নেত্রীর কনভয়। গন্তব্য চন্দ্রকোনা। সেখানে তিনি পদযাত্রায় অংশ নেবেন। হঠাৎ করেই রাস্তা থেকে উড়ে এল ‘জয় শ্রীরাম’ স্লোগান। গাড়ি থামিয়ে নেমে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন কড়া ধমক।

চন্দ্রকোনায় পদযাত্রা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার খড়্গপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে সাদা স্করপিওতে চেপে কনভয় নিয়ে যাচ্ছিলেন তিনি। মাঝপথে রাধাবল্লভপুর গ্রামে যেতেই ওই ঘটনা। মমতা যাবেন শুনে সেখানে ভিড় জমিয়েছিলেন অনেকে। হঠাৎই কনভয় লক্ষ্য করে উড়ে এল ‘জয় শ্রীরাম’ স্লোগান।

স্লোগান শোনা মাত্রই থেমে যায় মমতার গাড়ি। সামনের দরজা খুলে সটান রাস্তায় নেমে আসেন মমতা। তাঁকে দেখা মাত্রই ভিড় থেকে ছুট দেন কয়েক জন। তাদের উদ্দেশে চেঁচিয়ে মমতা বলেন, ‘‘পালাচ্ছিস কেন? আয়...’’

আরও পড়ুন: বাড়ি থেকে বার করে কুকুরের মতো মারব, তৃণমূল কর্মীদের হুমকি ভারতীর​

আরও পড়ুন: কলকাতার জন্য মেগা পরিকল্পনায় বিজেপি, রোড শো করবেন মোদী বা অমিত​

তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি যদিও।

Lok Sabha Election 2019 Mamata Banerjee TMC BJP Nationalist Hindutva West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy