Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এখানে এক জন গদ্দার ছিল, তাঁকে টিকিট দিইনি, ভাটপাড়ায় দাঁড়িয়ে অর্জুনকে তোপ মমতার

এ দিন ভাটপাড়ার জনসভা থেকে অর্জুন এবং পবন দু’জনকেই পরাজিত করার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বারাকপুরের প্রার্থী দীনেশ ত্রিবেদীর সঙ্গে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে

বারাকপুরের প্রার্থী দীনেশ ত্রিবেদীর সঙ্গে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে

শেষ আপডেট: ০২ মে ২০১৯ ১২:৪৯
Share: Save:

কিছু দিন আগেও তৃণমূলেই ছিলেন অর্জুন সিংহ। কিন্তু দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে এ বার বিজেপির প্রার্থী ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক। এ বার সেই অর্জুন সিংহর খাসতালুকে দাঁড়িয়ে তাঁকেই ‘গদ্দার’ বলে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভাটপাড়ার সভায় তিনি বলেন, ‘‘দলে দু’-এক জন গদ্দার থাকে। এখানেও এক জন গদ্দার ছিল। সে ভাটপাড়ার টিকিট চেয়েছিল। আমি দিইনি। কেন দেব? খালি গুন্ডাগার্দি করবে, উন্নয়নের কাজ করবে না, আর ভোটের সময় টিকিট চাইবে, এটা আমাদের দলে চলবে না।’’

এর পাশাপাশি অন্যান্য নির্বাচনী সভার মতো বিজেপি এবং মোদীর বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। গত পাঁচ বছরে উন্নয়ের খতিয়ানের দেওয়ার দাবি তুলে তৃণমূল নেত্রী বলেন, ‘‘আমরা কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পে মানুষকে সাহায্য করি। এমনকি মৃত্যুর পরও সৎকারের জন্য টাকা দিই। আর তুমি গত পাঁচ বছরে কী করেছ? তার জবাব দিতে হবে। এখন আবার ভোট চাইতে এসেছ, লজ্জা করে না?’’

অর্জুন সিংহর দলত্যাগের জেরে ভাটপাড়া আসনে উপনির্বাচন। লোকসভার ভোট শেষ হলেই সেই নির্বাচন। তৃণমূল প্রার্থী করেছে মদন মিত্রকে। অন্য দিকে বিজেপির প্রার্থী অর্জুন সিংহরই ছেলে পবন কুমার সিংহ। এ দিন ভাটপাড়ার জনসভা থেকে অর্জুন এবং পবন দু’জনকেই পরাজিত করার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বাপ-বেটা দু’জনেরই জামানত জব্দ করুন।

যা বললেন মমতা

• আপনাদের জন্য অনেক কাজ আমরা হাতে নিয়েছি

• সব কাজ আমরা করে দেব, এত কিছু করলাম, আর এই সামান্য কাজ করতে পারব না

• আমি কমিটি বানিয়ে দিয়েছিলাম, কোথায় বিমানবন্দর তৈরি করা যায়

• কিন্তু জায়গা মিলছে না, তাই তৈরি করা যাচ্ছে না

• সবাই মিলে উন্নয়নের কাজ করতে হবে

• দীনেশ ত্রিবেদী আপনাদের প্রার্থী

• আমাদের বাংলায় হিন্দি-বাঙালি লড়াই হয় না, হিন্দু-মুসলমান ঝগড়া হয় না

• বিজেপি দাঙ্গা করে, কিন্তু আমরা দাঙ্গাবাজদের ছাড়ব না

• আপনারা শান্তিতে থাকতে চান কিনা?

• এটা পঞ্চায়েত বা বিধানসভা নির্বাচন নয়, লোকসভা নির্বাচন

• মোদী সরকার গত পাঁচ বছরে কি করেছে?

• কিন্তু আমরা সবুজ সাথী, কন্যাশ্রী করেছি

• এমনকী মৃত্যুর পরও সৎকারের জন্য টাকা দিই

• কিন্তু মোদী তুমি কী করেছে?

• আর বলছে ৪০টা এমএলএ নাকি ওনার সঙ্গে যোগাযোগ করছে?

• তোমার লজ্জা থাকা উচিত, হর্স ট্রেডিং করতে এসেছে

• লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনের হর্স ট্রেডিং করতে এসেছে

• আমি বলছি, তুমি একটা নাম বল

• একটা-দু’টো গদ্দার থাকে, তাদের আমি টিকিট দিই না

• আপনাদের এখানে একটা গদ্দার ছিল

• সে লোকসভার টিকিট চেয়েছিল, কিন্তু আমি দিইনি, কেন দেব?

• ক্ষমতায় আসবে বলছে, কোথাও জিততে পারবে না

• অন্ধ্রে ভোট হয়ে গিয়েছে, গোল্লা পেয়েছে

• সারা দেশের সব মিডিয়া কন্ট্রোল করে নিয়েছে

• কিন্তু এক শতাংশ সত্যি কথা বলছে, ৯৯ শতাংশ কিনে নিয়েছে

• আর যারা বিরুদ্ধে যাচ্ছে, তাদেরই সিবিআই-এর ভয় দেখাচ্ছে

• কিন্তু আমরাই একমাত্র লড়াই করতে পারি, বাংলাই একমাত্র লড়তে পারে

• করতে পারলে কর, লড়তে পারলে লড়, আর না পারলে পালাও, তোমাদের দ্বারা হবে না

• পাঁচ বছরে গ্যাসের দাম কত বেড়েছে, ৪০০ টাকা ছিল ১০০০ টাকা হয়েছে

• নরেন্দ্র মোদীর অচ্ছে দিন, ৬০০ টাকা বাড়িয়ে দিয়েছে গ্যাসের দাম

• নরেন্দ্র মোদীর অচ্ছে দিন, নোট বাতিল করে দিন

• এই ভাবে দেশ চলতে পারে

• পাঁচ বছর আগে কী বলেছিল, কেটলি নিয়ে ঘুরেছিল

• এখন আবার তাঁর সঙ্গে এক কেটলি জুটেছে

• তিনি আবার ছ’মাস বিদেশে থাকেন

• আবার এখন বলছে চৌকিদার

• আজ দেশের সবচেয়ে বড় বিপদ নরেন্দ্র মোদী

• আজ দেশের সবচেয়ে বড় বিপদ বিজেপি

• লোকসভার পর ভাটপাড়া বিধানসভার ভোট হবে

• বাপ-বেটা দু’জনেরই জামানত জব্দ করে দিন

• গুন্ডা-গার্দি করে কিছুই হবে না

• এখান থেকে মনে রাখবেন সিপাহী বিদ্রোহ হয়েছিল

• সেটাই ছিল দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম

• এখান থেকেই বিজেপিকে হারানোর শপথ নিন

• ওদের শুধু নির্বাচন আসলে মনে পড়ে রাম-সীতা

• যখন ভোট আসে, তখন রামের কথা পড়ে

• পাঁচ বছর হয়ে গেল, এক দিনও মনে পড়েনি

• আমরা হিন্দু-মুসলিম-খ্রিস্টান সবাইকে সম্মান করি

• কিন্তু নরেন্দ্র মোদী কী করে? নিজেরাই প্রথমে মন্দিরে বোমা মারে, তারপর শোরগোল করে

• আজ আমি বলে দিচ্ছি, হামসে যো লড়েগা, চুরচুর হো যায়েগা

• আপনারা চিন্তা করবেন না, আমি আছি

• এ বার থেকে এই এলাকা আমি নিজে দেখব

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE